HomeEntertainmentদুবাইতে মৃত্যু হুমকির কবলে সলমানের নায়িকা পূজা হেগড়ে

দুবাইতে মৃত্যু হুমকির কবলে সলমানের নায়িকা পূজা হেগড়ে

- Advertisement -

মহানগর ডেস্ক: গত বছরের শুরু থেকেই একের পর এক মৃত্যু হুমকির কবলে পড়েছেন সলমান খান। যার জেরে আঁটসাঁট করা হয়েছে তাঁর নিরাপত্তা।এবার একই ঘটনার শিকার হলেন অভিনেত্রী পূজা হেগড়ে। যিনি শেষ সলমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। শোনা যাচ্ছে, সম্প্রতি দুবাইয়ের একটি পানশালার উদ্বোধনে গিয়ে হেনস্থার সম্মুখীন হন অভিনেত্রী।

সেখানেই তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় এক ব্যক্তির। এর ফলে অভিনেত্রীকে জনৈক ব্যক্তি সরাসরি মৃ্ত্যুর হুমকি দিয়ে বসেন। এরপরই তড়িঘড়ি দুবাইয়ে কাজ মিটিয়ে ভারতে ফিরে আসেন পুজা। যদিও এই ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পূজার জনসংযোগ আধিকারিকেরা। বরং তাঁরা ঘটনাটিকে মিথ্যে বলে অভিহিত করেছেন। বলেছেন এরকম কোনও ঘটনা ঘটেনি পূজার সঙ্গে। যে বা যাঁরা এরকম মিথ্যে ঘটনা রটিয়ে ছেন তাঁরা শাস্তিযোগ্য। এরপরেই জনপ্রিয় পাপারাজ্জি অ্যাকাউন্ট ভাইরাল ভাইয়ানি থেকে চটপট সরিয়ে নেওয়া হয় ভিডিওটিকে।

২০১২ সালে তোলুগু ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ পূজার। এরপর দক্ষিণী বিনোদন জগতে বছর চারেক কাজ করার পর বলিউডে পা রাখেন তিনি। বলিউডে হৃতিক রোশনের ‘মহেঞ্জোদারো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় পূজার। কিন্তু বলিউডে নিজের প্রথম ছবিতে সাফল্য পাননি। ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই ফিরে যান পূজা। তবে বলিউডকে যে একেবারে ব্রাত্য করেননি অভিনেত্রী। অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ৪’ ছবিতে অভিনয় করেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেননি তিনি। চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমন খানের সঙ্গে পূজার ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেটাও বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ।

Most Popular