মহানগর ডেস্ক: অভিনয় ছেড়ে কি এবার পুলিশের কাজে যোগ দেবেন জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি । কথাটা শুনে অবাক হচ্ছেন নিশ্চই। উত্তর প্রদেশ পুলিশ কন্সটেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছাপা হয়েছে সানি লিওনের ছবি।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অ্যাডমিট কার্ড। যা নিয়ে হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয়েছে।
“সানি লিওন” নামের অ্যাডমিট কার্ড এবং অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ ১৭ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ডের (UPPRB) ওয়েবসাইটে অভিনেত্রীর ছবি দিয়ে নাম নিবন্ধন করা হয়েছে বলেই জানা গিয়েছে। UPPRB শনিবার রাজ্যের ২,৩৮৫টি পরীক্ষা কেন্দ্র সহ ৭৫টি জেলায় পরীক্ষা পরিচালনা করেছে। ফর্ম অনুসারে, সানি লিওনির পরীক্ষার কেন্দ্র ছিল কনৌজের তিরওয়া তহসিলের শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। এই ঘটনার পরেই কনৌজ পুলিশের সাইবার সেল মামলার তদন্ত শুরু করেছে। রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি ইউপির মহোবার বাসিন্দার বলে জানা গিয়েছে। রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া ঠিকানাটি মুম্বাইতে।কলেজ প্রশাসন অবশ্য জানিয়েছে, পরীক্ষার দিন কোনো পরীক্ষার্থী নির্দিষ্ট প্রবেশপত্র নিয়ে হাজির হননি।
তবে এই ধরনের ঘটনার প্রথম নয়, এর আগেও বাংলার কলেজের ভর্তির সময় ভর্তির লিস্টে নাম ছিল সানির। পুলিশ কর্মকর্তারা বলেছেন যে প্রবেশপত্রটি জাল এবং প্রার্থীর নিবন্ধন প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছিল । কনৌজ পুলিশের সাইবার সেল মামলাটি তদন্ত করছে।