Home Health ওষুধে ভেজাল, ভারত ও ইন্দোনেশিয়ার সাতটি কাশির সিরাপ, ভিটামিন ওষুধ নিয়ে হুঁশিয়ারি হু-য়ের

ওষুধে ভেজাল, ভারত ও ইন্দোনেশিয়ার সাতটি কাশির সিরাপ, ভিটামিন ওষুধ নিয়ে হুঁশিয়ারি হু-য়ের

by Mahanagar Desk
1 views

 মহানগর ডেস্ক: ভারত ও ইন্দোনেশিয়ার তৈরি সাতটি কাশি এবং ভিটামিন সিরাপ নিয়ে হুঁশিয়ারি জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO Flagged Seven India Made Syrups)।ভেজাল ওষুধ ও বিশ্বজুড়ে কাশির সিরাপ, ভিটামিন ওষুধ খেয়ে তিনশো জনের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তের সময় এই হুঁশিয়ারি জারি করেছে তারা। বিশ্বস্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতের বিভিন্ন ওষুধ সংস্থার তৈরি কুড়িটি সিরাপ নিয়ে হুঁশিয়ারি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ওষুধগুলি কাশি ও ভিটামিন সিরাপ। 

সম্প্রতি গাম্বিয়া, উজবেকিস্তান, নাইজেরিয়ায় ভারতের তৈরি সিরাপ ও ভিটামিন খেয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড়ের পরই তদন্তে নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি যেসব সংস্থার কাশির সিরাপ, ভিটামিন ওষুধ নিয়ে অভিযোগ উঠেছে, সেইসব ওষুধ প্রস্তুতকারী সংস্থা নয়ডার মেরিয়ান বায়োটেক, হরিয়ানার মেইডেন ফার্মাসিউটিকালস, চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা ও পঞ্জাবের কিউপি ফার্মাচেম নিয়ে দ্রুত তদন্ত শুরু করে। তাদের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কনট্রোল অরগানইজেশনের সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যাতে রফতানির আগে ওষুধগুলি ভালোভাবে পরীক্ষা করে ভুলত্রুটি শুধরে নেওয়া হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

.

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved