মহানগর ডেস্কঃ ২৮ফেব্রুয়ারি, সপ্তাহের তৃতীয় দিন, বুধবার, কৃষ্ণ পক্ষ, চতুর্থী তিথি, ফাল্গুন মাস চলছে। বিজয় মুহূর্তে আপনি যেই কাজ করবেন, সেই সময়ে সফলতা পাওয়ার সুযোগ সব থেকে বেশী পরিমাণে রয়েছে। বিজয় মুহূর্ত- দুপুর ২:২৯- দুপুর ৩:১৫ পর্যন্ত।
রাহুকাল চলবে বেলা ১২ টা বেজে ২৪ মিনিট- দুপুর ২ টোবেজে ২ মিনিট পর্যন্ত। কোনো জরুরী কাজ এই সময়ে করবে না । আজ কোন ৭রাশির ফেবারে দিন যেতে চলেছে জানেন ? দেখে নিন আপনার রাশি এই তালিকায় আছে কিনা?
মেষ রাশি– আপনার কর্মের জন্য ভালো ফল পাবেন। পুরোনো যেই কাজ থেমে আছে, সেই কাজে সফলতা মিলবে। পরিবারের সঙ্গে সময় কাটবে। জরুরি টিপস- কারোর সাথে কথা বলার সময়ে খেয়াল রাখবেন কথার মধ্যে, অহংকার যেন প্রস্ফুটিত না হয়। শুভ রং লাল, উপায়- গায়েত্রী মন্ত্র ১০৮ বার জপ করুন।
সিংহ রাশি– আপনি আরও পরাক্রমশালী হতে চলেছেন। কাজের ক্ষেত্রে আপনার ইতিবাচক ফল থাকবে। যেকোনো কাজে পরিবারের সমর্থন পাবেন। যারা ব্যবসা করেছেন তাদের জন্য মুনাফা লাভ রয়েছে। জরুরি টিপ্স- আবেশের বসে কোনো কথা বলবেন না।
শুভ রং-মেরুন, উপায়-গরীব কে খাবার খেতে দিন।
কন্যা রাশি– সম্পত্তি জনিত লাভের যোগ রয়েছে। আপনার সম্মান বাড়বে। পরিবারের পরামর্শে কাজ করলে সফলতা মিলবে। কাজের মধ্যে ব্যস্ততা থাকবে। জরুরি টিপস- রাগ থেকে বাঁচুন। শুভ রং – সবুজ উপায়- ভগবান গণেশ কে সবুজ রঙের ভোগ দিন।
তুলা রাশি– ভাগ্যর সাপোর্ট পাবেন। ভালো কোনো খবর শুনবেন আচমকাই যার জন্য আপনি খুশি হবেন। আপনার থেমে থাকা কাজ সম্পূর্ণ হবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। জরুরি টিপ- ধৈর্য রাখুন, শুভ রং- সাদা, উপায়- গরুকে রুটি খাওয়ান।
ধনু রাশি– ধন প্রাপ্তির যোগ রয়েছে আপনার । কাজের ক্ষেত্রে আগে বারার সময়। শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে। ভালোবাসায় সফলতা মিলবে। যেকোনো যাত্রা আপনার ক্ষেত্রে লাভজনক হবে। দাম্পত্য জীবনে খুশি থাকবে। জরুরি টিপ- চটজলদি থেকে বাঁচুন, শুভ রং- সাদা, উপায়- কোনো গরিবকে ফল দান করুন।
মকর রাশি– আপনার আত্মবিশ্বাস বাড়বে।লোক আপনার প্রতি আকৃষ্ট হবে। বয়োজ্যেষ্ঠ বা কাজের ক্ষেত্রে সিনিয়র এর সহায়তা পাবেন। বন্ধুদের দ্বারা কোনো কাজে সফলতা পাবেন। জরুরি টিপ- রাগ থেকে বাঁচুন,শুভ রং-আসমানী, উপায়- কোনো গরিবকে আটার জিনিস দান করুন
কুম্ভ রাশি– ভালো খবর পেতে চলেছেন। কাজের জায়গায়, আপনি আপনার কাজের জন্য ভালো ফল পাবেন । মনের চিন্তা আপনার দূর হতে চলেছে। ধন প্রাপ্তি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, লাভবান হবেন। জরুরি টিপ- অলসতা থেকে বাঁচুন, শুভ রং- কেশরী, উপায়- কোনো গরিব কে ফল দান করুন।