HomeNationalজলহস্তীর আক্রমণে নিহত লখনউ চিড়িয়াখানার ১ কর্মী

জলহস্তীর আক্রমণে নিহত লখনউ চিড়িয়াখানার ১ কর্মী

- Advertisement -

মহানগর ডেস্ক: সোমবার একটি জলহস্তীর আক্রমণে মারা গেলেন লখনউ চিড়িয়াখানার এক কর্মী। জানা গিয়েছে, ওই কর্মী জলহস্তীকে পরিস্কার করতে জলহস্তির ঘরে ঢুকেছিলেন। তবে এই ঘটনা প্রথম নয়! লখনউ চিড়িয়াখানায় সাম্প্রতিক দিনগুলিতে একই জলহস্তী দ্বারা এটি দ্বিতীয় আক্রমণ।

চিড়িয়াখানার কর্মীদের মতে, আজ ওই চিড়িয়াখানার কর্মচারী, সুরজ, জলহস্তী ঘরের রক্ষণাবেক্ষণ করতে তার ঘরে ঢুকে ছিলেন। সোমবার সুরজ তা পরিষ্কার করতে ঘরে প্রবেশ করলে জলহস্তীটি তাঁকে আক্রমণ করে হত্যা করে। কয়েকদিন আগে কানপুর চিড়িয়াখানা থেকে এই জলহস্তী টিকে আনা হয়েছিল। এটি এর আগে লখনউ চিড়িয়াখানার আরেক কর্মচারী রাজুকে আক্রমণ করেছিল, যিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এবার সুরজকে একেবারে মেরেই ফেলল এই জলহস্তী টি। টানা ১২ বছর ধরে চিড়িয়াখানায় কাজ করেছেন সুরজ। সুতরাং পশুদের সঙ্গে তার মেলামেশা পাকাপোক্ত ছিল যে, তা বলাই যায়। সুরজের পরিবারে রয়েছে তাঁর স্ত্রী এবং দুই সন্তান। তিনি লখনউ-এর বাসিন্দাই ছিলেন।

 

Most Popular