মহানগর ডেস্ক: বিহারের সিওয়ান ও সারানে বিষাক্ত মদ পান করে এখনও পর্যন্ত প্রায় 27 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। বুধবার ভগবানপুর ব্লকের সোনাধনি গ্রামে বিষাক্ত মদের কারণে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। রাত পেরিয়ে ভোর হতেই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপশি চিকিৎসা চলছে আরও কয়েকজনের।
স্থানীয়ভাবে তৈরি মদই কাল হল
প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয়দের হাতে তৈরি মদ খেয়েছিলেন প্রায় 30 থেকে 35 জন। জানা যায়, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো ছিল ওই তরলে। এরপরই শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন তারা। তড়িঘড়ি সকলকে ভর্তি করা হয় ছাপরা, সিওয়ান এবং পাটনার বিভিন্ন হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি কারওই। সূত্রের খবর, প্রথমে সারান জেলায় মৃত্যু হয় 3 জনের। সিওয়ানে মৃত্যুবরণ করেন আরও 10 জন। এরপরই সময়ের সাথে সাথে মৃতের সংখ্যা বেড়ে 20 ছুঁয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিষাক্ত মদের কারণে মৃত্যুবরণ করেছেন মোট 27 জন।
তদন্ত চালাতে SIT গঠন করেছে প্রশাসন
সারান ও সিওয়ান জেলায় বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনার সত্যতা যাচাই করার জন্য নিষেধাজ্ঞা ইউনিটের পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। দলের তদন্তকারী আধিকারিকরা, ইতিমধ্যেই সারান ও সিওয়ানের বিভিন্ন এলাকা পরিদর্শন করে মৃত ব্যক্তিদের পরিবারের সাথে কথা বলার জন্য রওনা দিয়েছেন। মৃতদের মধ্যে এখনও পর্যন্ত 4 জনের ময়নাতদন্ত হয়েছে বলেই খবর পুলিশ সূত্রে।
প্রসঙ্গত, বিহারে বিষাক্ত মদের কারণে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও মদে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে শতাধিকের। রাজ্য সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, 2016 সালে গোটা রাজ্য জুড়ে মদ বিক্রি নিষিদ্ধ করার পর প্রায় 150 জনের মৃত্যুর খবর সামনে আসে।। পরিস্থিতি আরও জটিল হয় 2022 এ। এবছর সারান জেলা জুড়ে বিষাক্ত মদ পান করে মৃত্যু বরণ করেছিলেন প্রায় 74 জন।
আরও পড়ুন: 2024 IPL মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না রোহিত? নিলাম পর্ব শুরুর আগেই বড় খবর