HomeNationalমর্মান্তিক, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রয়াত একই পরিবারের ৫ সদস্য

মর্মান্তিক, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রয়াত একই পরিবারের ৫ সদস্য

- Advertisement -

মহানগর ডেস্ক:  মর্মান্তিক,  বুধবার অন্ধ্রপ্রদেশের নাল্লাগাতলা গ্রামে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। একটি পরিবার হায়দ্রাবাদ থেকে তিরুপতি দেবস্থানাম যাওয়ার পথে ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গাড়িটি জাতীয় সড়কে একটি ট্রাককে ধাক্কা দেয় বলেই খবর মিলেছে। দুর্ঘটনার পরেই   ঘটনাস্থলেই পরিবারের সমস্ত সদস্য মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আল্লাগড্ডা গ্রামীণ সিআই হনুমন্ত নায়েক।  গাড়ির মধ্যে থাকা আহত পাঁচজনেরই মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে।

কিভাবে ঘটল দুর্ঘটনা। কার দোষ ছিল সবটাই খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির গলিবেগ কত ছিল সেতাও দেখা হবে বলেই জানানো  হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Most Popular