HomeNational৮০ বছরের প্রতিবন্ধী মহিলাকে যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত

৮০ বছরের প্রতিবন্ধী মহিলাকে যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত

- Advertisement -

মহানগর ডেস্ক, কোল্লাম: দিন কয়েক আগেই কোল্লাম জেলায় এক ৮০ বছর বয়সী প্রতিবন্ধী মহিলাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, ২০ অক্টোবর। নির্যাতিতা মহিলাটিকে কোট্টিয়ামের একটি বিচ্ছিন্ন এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। স্থানীয় পুলিশের কথায়, রবিবার রাতে রশিদকে পুলিশি (৩৩) হেফাজতে নেওয়া হয় এবং সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত, ভেলিনেলুরের বাসিন্দা। সূত্রের খবর, আশি বছরের মহিলাটি কোট্টিয়ামে তাঁর দোকানে ঘুমাচ্ছিলেন।

তখনই অভিযুক্ত ব্যক্তি তাঁকে জোর করে তুলে নিয়ে যৌন হেনস্থা করেন। এরপর সকালে স্থানীয়রা তাঁকে দেখতে পায় বিধ্বস্ত অবস্থায়, এরপর তাঁরাই তাঁর পরিবারকে বিষয়টি জানিয়ে হাসপাতালে নিয়ে যায়। এরপরেই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। আর পুরো ঘটনাটি আশেপাশের সিসিটিভি ক্যামেরায় ফুটে উঠেছিল।

Most Popular