HomeNationalজিমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পুলিশ আধিকারিকের

জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পুলিশ আধিকারিকের

- Advertisement -

মহানগর ডেস্ক: সোমবার একটি জিমে শরীরচর্চা করার সময় মারা গেলেন হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট জোগিন্দর দেশওয়াল। জিমে ব্যায়াম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

তাঁকে দ্রুত কর্নালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু ঘোষণা করা হয়। দেশওয়াল মৃত্যুর আগে পানিপথের জেলা কারাগারের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি কর্নালের ন্যায়পুরী এলাকায় থাকতেন। তবে জিমে ওয়ার্কআউট করতে গিয়ে মৃত্যু, বর্তমানে বিষয়টি অতি সাধারণ হয়ে উঠেছে। কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব গতবছর জিমে ওয়ার্কআউট করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই টানা ৪০ দিন চিকিৎসার পর তিনি মারা যান।

অভিনেতার মৃত্যুতে আজও শোকস্তব্ধ বলিউড। তাই আজকাল এই বিষয়টি অতি সাধারণ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যুবসমাজকে জিম আকৃষ্ট করছে। ফিগার ঠিকঠাক রাখার জন্যে তাঁরাও লোভে পড়ে সেখানে যান এবং তার পরেই পড়ে যান বিপাকে। তাই এটি এমন প্রথম রিপোর্ট নয় যেখানে জিমে ওয়ার্কআউট করার সময় কেউ মারা গেছে, বিশেষ করে হার্ট অ্যাটাকের কারণে। সেপ্টেম্বরে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক ব্যক্তি একটি জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

Most Popular