HomeBreaking Newsসিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নামল ফাইটার জেট

সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নামল ফাইটার জেট

- Advertisement -

মহানগর ডেস্ক: বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পেল মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সম্প্রতি সমাজ মাধ্যমে বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই তা ভয় ধরাচ্ছে যাত্রীদের মনে। গত কয়েকদিনে বেশ কয়েকটি বিমানে বোম ব্লাস্টিংয়ের হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার কিছু প্ল্যাটফর্মে। ফলত সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়া বিমানে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে দুটি ফাইটার জেট বিমানটিকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে অর্থাৎ এসকর্ট করে বিমানবন্দরে ল্যান্ড করায়। 

বোম ব্লাসটিংয়ের খবর পেয়ে সমাজ মাধ্যমে পোস্ট সিঙ্গাপুর প্রতিরক্ষা মন্ত্রীর 

সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী বিমানে বোম ব্লাস্টিংয়ের ছক কষা হচ্ছে। যেই খবর সামনে আসতেই তড়িঘড়ি সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী এনজি এং হেন লেখেন, “মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী বিমানে বোম্বিংয়ের মেল পেতেই এয়ারফোর্সের এফ-15এসজি যুদ্ধবিমান পাঠানো হয়। ফাইটার জেটটি ওই যাত্রীবাহী বিমানটিকে এসকর্ট করে আকাশসীমা থেকে নির্জন জায়গায় নিয়ে নিরাপদে ছাঙ্গি বিমানবন্দরে অবতরণ করায়। এদিকে বিমানবন্দরে উড়ান ল্যান্ড করতেই সেখানে উপস্থিত বম স্কোয়াড প্লেনে কোনও বোমা আছে কিনা তা পরীক্ষা করে দেখে। এছাড়াও এয়ার ডিফেন্স সিস্টেমও মজুদ রাখা হয়েছিল। সকলের সাহায্যে রক্ষা পেয়েছে যাত্রীরা। তাই ধন্যবাদ সকলকে।”

আরও পড়ুন: 67 দিন পর সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হল এক ব্যক্তিকে

প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিগত 48 ঘন্টায় একাধিক বিমানে বোম ব্লাস্টিংয়ের হুমকি দেওয়া হয়েছে। যদিও সবকটিই ছিল ভুয়ো। সিঙ্গাপুরগামী বিমানের আগে দিল্লি থেকে উড়ে যাওয়া শিকাগোগামী এক আন্তর্জাতিক উড়ানেও বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। এছাড়াও আরও প্রায় 10 টি বিমান বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে কিছু অজানা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। যদিও সেগুলির বেশিরভাগটাই হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মঞ্চ X- এর মাধ্যমে। তবে স্বস্তির খবর এখনও পর্যন্ত কোনও বিমান হামলার খবর মেলেনি। তবে নেট দুনিয়া জুড়ে বিমানে বোম ব্ল্যাস্টিংয়ের ভুরিভুরি হুমকিতে যথেষ্ট আতঙ্কিত যাত্রীরা।

Most Popular