HomeNationalনবমীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৫ জনের

নবমীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৫ জনের

- Advertisement -

মহানগর ডেস্ক: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু অন্তত পক্ষে ১৫ জনের। তবে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। সোমবার দুটি ট্রেনের সংঘর্ষে ১০০ জন আহত হয়েছেন। পুলিশ আধিকারিকের কথায়, মৃতের সংখ্যা আরও বাড়ব। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় শহর ভৈরবে দুর্ঘটনাটি ঘটেছে। একটি মালবাহী ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এর ফলে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

রাজধানী ঢাকার প্রায় ৬০ কিলোমিটার (৩৮ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত ভৈরবের একজন সরকারি প্রশাসক সাদিকুর রহমান এএফপিকে বলেছেন, “আমরা ইতিমধ্যেই ১৫টি মৃতদেহ উদ্ধার করেছি, অনেকে আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়বে”।

এছাড়াও উদ্ধারকারীরা রিপোর্ট করেছেন যে, তারা এখনও উল্টে যাওয়া কোচের নিচে পিষ্ট ও আটকে থাকা মৃতদেহ দেখতে পাচ্ছেন। অন্তত একশ জন আহত হয়েছেন। বিকাল ৪:০০ টায় (1000 GMT) দুর্ঘটনাটি ঘটেছে। যখন একটি ট্রেন অন্যটির মতো একই লাইনে প্রবেশ করে। বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা সাধারণ এবং প্রায়ই দুর্বল সিগন্যালিং, অবহেলা, পুরানো ট্র্যাক বা অন্যান্য অবকাঠামোর কারণে ঘটে থাকে।

Most Popular