HomeNationalLava Agni 3: কেনার আগে দেখে নিন স্মার্টফোনটির ভাল-খারাপ উভয় দিক

Lava Agni 3: কেনার আগে দেখে নিন স্মার্টফোনটির ভাল-খারাপ উভয় দিক

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: ভারতের ইলেকট্রনিক গ্যাজেট প্রস্তুতকারক সংস্থা LAVA তাদের Agni সিরিজের Agni 3 মডেলটি চলতি মাসেই লঞ্চ করে দিয়েছে। সেই সাথে, স্মার্টফোনটির দুর্দান্ত ফিচারের কথাও প্রকাশ করেছে সংস্থা। পরিচ্ছন্ন সফটওয়্যার অভিজ্ঞতার সাথে আসা এই ফোন মধ্যবিত্তের হাতের নাগালেই রয়েছে। তবে স্মার্টফোনটির অসংখ্য ভাল দিকের সাথে সাথেই ভয় ধরাচ্ছে ফোনটির বেশ কিছু খারাপ দিকও। কাজেই নিজের কষ্টার্জিত অর্থে পছন্দের ফোন কেনার আগে দেখে নিন LAVA Agni 3 স্মার্ট ফোনটির ভাল-খারাপ দিকগুলি। 

Lava Agni 3 স্মার্টফোনের 4টি ভাল দিক

চিত্তাকর্ষক ডিজাইন 

Lava তাদের Agni 3 মডেলটিকে মনের মতো করে সাজিয়েছে। বাজারে বিক্রি হওয়া অন্যান্য ফোনের থেকে এর ডিজাইন অনেকটাই আলাদা রেখেছে সংস্থা। মূলত ম্যাট ফিনিশের সাথে ব্লু কলারের হিদার গ্লাস ভেরিয়েন্টটি দারুণ নজর কাড়বে সকলের। এছাড়াও রয়েছে প্লাস্টিক গ্লাস যুক্ত হোয়াইট কলার অপশনও। Lava Agni 3 স্মার্টফোনটির উভয় ভেরিয়েন্ট 6.78 ইঞ্চির 1.5K Curved Amoled ডিসপ্লের সাথে আসে। ধুলো এবং জল থেকে রক্ষা করতে IP64 প্রটেকশনও দেওয়া হয়েছে এই ফোনে। 

পরিচ্ছন্ন UI 

Lava তাদের এই ফোনে Android 14 এর সাপোর্ট যুক্ত একটি পরিচ্ছন্ন UI দিয়েছে। ফোনটি 31টি প্রি-ইনস্টল Google এবং Lava অ্যাপের সাথে আসে। দুর্দান্ত ইউজার ইন্টারফেস সহ সংস্থা তাদের এই ফোনে মোট 3 বছরের সফ্টওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। 

স্মুথ পারফরম্যান্স

Lava Agni 3 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে শক্তিশালী MediaTek Dimensity 7300X SoC প্রসেসর। যা ফোনটিকে দুরন্ত পারফরম্যান্স করতে সাহায্য করবে। স্মার্ট ফোনটির পারফরম্যান্স অন্যান্য Dimensity 7300 ডিভাইসের সমান, AnTuTu স্কোর 6,76,483 দিয়েছে এবং ল্যাগ বা ক্র্যাশ ছাড়াই গ্রাহককে মসৃণ অভিজ্ঞতা করবে বলেই আশা সংস্থার। ফোনটি মূলত 8GB RAM+256GB স্টোরেজ বিকল্পের সাথে বাজারে পা রেখেছে। 

এই 2 কারণে গ্রাহকদের নিরাশ করতে পারে Lava Agni 3

নিম্নমানের ক্যামেরা পারফরম্যান্স 

Lava তাদের Agni 3 মডেলটিতে দাম অনুযায়ী 50MP প্রাথমিক ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড সহ একটি 8MP টেলিফটো লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। এছাড়াও 30x পর্যন্ত জুমের সুবিধা পাওয়া যাবে। তবে প্রাইজ রেঞ্জ অনুযায়ী সংস্থা তাদের এই ফোনে যে ক্যামেরা সেটআপ ইন্সটল করেছে তা অনেক ক্ষেত্রেই নিখুঁতভাবে বিশ্ববস্তুকে দেখানোর সময় লো লাইটে টিকে থাকার ক্ষমতা হারায়। সেই সাথে ক্যামেরা ছবিগুলিকে অত্যন্ত এক্সপোজ করে। ফলত গ্রাহকরা যে ক্যামেরার দিক থেকে তেমন একটা লাভবান হবেন একথা একেবারেই বলা যায় না। 

অতি সাধারণ ডিসপ্লে

সংস্থা তাদের Lava Agni 3 স্মার্টফোনটিতে FHD+ রেজোলিউশনের 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে দিয়েছে। যার রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 1,200 nits। তবে 1,200 nits উজ্জ্বলতা থাকা সত্ত্বেও বাইরের আলোতে স্মার্টফোনটির ডিসপ্লে সেভাবে পারফর্ম করতে অক্ষম। ঘরের মধ্যে স্মার্টফোনটির ডিসপ্লে ঠিকঠাক থাকলেও সূর্যের আলো পড়লে স্ক্রিন অস্পষ্ট হয়ে যায়। কাজেই বাড়ির বাইর রোদের আলোয় ফোন বের করে ব্যবহার করার ক্ষেত্রেও ডিসপ্লের জন্য যথেষ্ট বেগ পেতে হবে গ্রাহকদের। 

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোন গুলি, ভারতের স্থানই বা কততে? রইল বিস্তারিত

Most Popular