Home National বিজেপি নেতা তেজস্বী সূর্যের সমালোচনামূলক পোস্টার নিয়ে অটো চালকদের আক্রমণ

বিজেপি নেতা তেজস্বী সূর্যের সমালোচনামূলক পোস্টার নিয়ে অটো চালকদের আক্রমণ

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের সমালোচনা মূলক পোস্টার নিয়ে বেঙ্গালুরুতে অটো চালকদের লাঞ্ছিত করার অভিযোগে একজন প্রাক্তন বিজেপি কর্পোরেটরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। সোমবার বেঙ্গালুরু অটো চালকরা তাদের যানবাহনে পোস্টার প্রদর্শন করে, কারপুলিং-এর জন্য সূর্যের সমর্থনের বিরোধিতা করেছিল।

এমনকী পোস্টার গুলিতে বিজেপি এমপির কারপুলিংয়ের সমর্থনকে অসম্মানজনক বলে চিহ্নিত করা হয়েছে।একটি বেসরকারি সংবাদমাধ্যম সংস্থা থেকে প্রাপ্ত একটি ভিডিওতে অটোরিকশার পিছনে পোস্টার দেখা গিয়েছে। বিজেপির প্রাক্তন কর্পোরেটর সাংগাথি ভেঙ্কটেশের সমর্থকরা পোস্টার অপসারণের দাবিতে অটো চালকদের উপর হামলা করেছে বলে অভিযোগ।

এছাড়াও, ভেঙ্কটেশ এই এলাকার সমস্ত অটো চালককে তাদের যানবাহন চালানোর বিরুদ্ধে সতর্ক করেছিলেন এবং এমনকি পোস্টারগুলি না সরিয়ে ফেললে মৃত্যু সহ তাদের ভয়ানক পরিণতির হুমকিও দিয়েছিলেন। ইতিমধ্যেই এই প্রসঙ্গে হনুমন্ত নগর থানায় ভেঙ্কটেশ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved