HomeNationalদক্ষিণ আফ্রিকায় ব্রিকস সামিটের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে...

দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সামিটের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন PM Modi

- Advertisement -

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে রওনা দিয়েছন দক্ষিণ আফ্রিকা। এই বৈঠকে উপস্থিত থাকবেন বিশ্বের বহু নেতা। সম্মেলেন ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ কর্তাদের মধ্যে হতে পারে বৈঠক।  তিনদিনের এই সফরে যা নিয়ে আলোচনা বেশি হচ্ছে তা হল চিনের প্রেসিডেন্ট (China President) শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা। সূত্র বলছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে মোদীর।

জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনে ব্রাজিল, চিন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সঙ্গে যোগ দেবেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী মোদীর দফতর থেকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে তেমন কিছুই জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে,  বিদেশ সচিব বিনয় কোয়াত্রা গতকাল সোমবার জানিয়েছিলেন, সময়সূচী “এখনও তৈরি করা হচ্ছে। ব্রিক্স সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের একটি ইতিবাচক অভিপ্রায় এবং খোলা মন আছে।” যদি প্রধানমন্ত্রী মোদি এবং শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়, ২০২০ সালের মে মাসে ভারত-চিন সীমান্ত অচলাবস্থা শুরু হওয়ার পর এটি  হবে তাঁদের প্রথম  বৈঠক। দুই নেতা গত বছর নভেম্বরে সংক্ষিপ্তভাবে দেখা করেছিলেন  ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকোর আয়োজিত জি-20 নৈশভোজে।

২০১৯ সালের পর এটিই হবে প্রথম ব্যক্তিগত ব্রিকস শীর্ষ সম্মেলন। গত তিন বছরে করোনা মহামারীর কারণে ভার্চুয়ালি বৈঠক হয়েছিল। সেই বাধা কেটেছে। প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সকালে ব্রিকস সম্মেলনের উদ্দেশ্যে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন এই বৈঠক সদস্যদের “সহযোগিতার ভবিষ্যত ক্ষেত্রগুলি চিহ্নিত করার” একটি দরকারী সুযোগ দেবে। আমরা মূল্য দিই যে ব্রিকস সমগ্র গ্লোবাল সাউথের উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা ও আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।”

Most Popular