HomeNationalদিন দুপুরে গাড়ির জানালা ভেঙে ডাকাতি, ধরা পড়ল নজরদারি ক্যামেরায়

দিন দুপুরে গাড়ির জানালা ভেঙে ডাকাতি, ধরা পড়ল নজরদারি ক্যামেরায়

- Advertisement -

মহানগর ডেস্ক: কী কাণ্ড! দিন দুপুরে ডাকাতি। দুই মোটর সাইকেল আরোহী, একটি পার্ক করা BMW এর জানালা ভেঙ্গে ১৩ লক্ষ টাকা চুরি করে পালাল। ঘটনার বিবরণ রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে, বেঙ্গালুরুর সারজাপুর এলাকায়। ভিডিওতে দেখা যাচ্ছে, দিন দুপুরে খোলামেলা জায়গায় দুই বাইক আরোহী পার্ক করা একটি BMW গাড়ির কাঁচ ভেঙে ১৩ লাখ টাকা চুরি করে পালাল।

এ ঘটনায় ইতিমধ্যেই সারজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার এই চুরিটি নজরদারি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটি BMW X5 গাড়ির জানালা ভাঙছে এবং তার সঙ্গী একটি মোটরসাইকেলে অপেক্ষা করার সময় সেখানে প্রবেশ করছে৷ পরে তারা গাড়ির ভেতরে থাকা টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটি বেঙ্গালুরুর আনেকাল তালুকের বাসিন্দা বাবুর।

Most Popular