HomeNationalসফল Chanrayaan-3 মিশন, গোটা দেশ ভাসছে শুভেচ্ছার বন্যায়

সফল Chanrayaan-3 মিশন, গোটা দেশ ভাসছে শুভেচ্ছার বন্যায়

- Advertisement -

মহানগর:  এখন আর বলা যাবে না চাঁদ কেন আসে না ঘরে কারণ চাঁদের ঘরেই যে পৌঁছে গিয়েছে ভারত।  সত্যিই আর ভারতের আজ গর্বের দিন। চাঁদের বাড়িতে পৌঁছে গোটা বিশ্বে  ইতিহাস  গড়েছে  ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে সফল হয়েছে চন্দ্রযান-৩। এই সফলতায় গোটা বিশ্ব ভারতের প্রসংশায় পঞ্চমুখ। বিদেশে মাটি থেকেই ইসরোকে অভিনন্দ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) সন্ধ্যা ৬.০৪ মিনিটে X-এ  (পূর্বে টুইটার) একটি পোস্টের মাধ্যমে এই  সফলতা কথা জানিয়ে টুইট করেছে।   মন মুগ্ধকরা টুইটে  লিখেছে, “চন্দ্রযান-3 মিশন: ‘ভারত, আমি আমার গন্তব্যে পৌঁছেছি এবং আপনারাও।  চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে  সফট অবতরণ করেছে! অভিনন্দন, ভারত।”  ঠিক যখন বিক্রম ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে স্পর্শ করেছিল সেই সময়েই এই মিশনের সাফল্যের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে ISRO। ভারত এখন দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশ হয়ে উঠেছে। এবার চাঁদ সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

ঐতিহাসিক মুহূর্তের লাইভ সম্প্রচার বিকাল ৫.২০ মিনিটে শুরু হয় এবং ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণের আগে চারটি ধাপ সম্পন্ন করে। প্রতিটি পর্যায়ে, বিক্রম ধীরে ধীরে পৃথিবীর দিকে অগ্রসর হয় এবং চূড়ান্ত পর্যায়ে উল্লম্ব অবতরণ শুরু করে। প্রতিটি সফল পর্যায় মিশন কন্ট্রোল রুমে থাকা ISRO আধিকারিকদের উদযাপন দেখেছে গোটা বিশ্ব।  যখন এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে  চন্দ্রযান-৩  তখন সমস্ত কর্মকর্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি দক্ষিণ আফ্রিকায় রয়েছেন, একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দিয়েছেন এবং ISRO-এর পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।

Most Popular