HomeNationalCheapest 5G Mobile Phone Scheme: মুকেশ আম্বানির হাত ধরে এ বছরের শেষাশেষি...

Cheapest 5G Mobile Phone Scheme: মুকেশ আম্বানির হাত ধরে এ বছরের শেষাশেষি বাজারে আসছে রিলায়েন্সের সব থেকে শস্তায় ফাইভ জি স্মার্টফোন ?

- Advertisement -

মহানগর ডেস্ক : বছরের শেযাশেষি শস্তায় সবার জন্য ফাইভ জি স্মার্ট ফোন স্কিম (Cheapest 5G Mobile Phone Scheme) চালু করতে চলেছেন মুকেশ আম্বানি। বেশ কয়েকবছর ধরে ভারতের ধনীতম এই শিল্পপতি প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রিলায়েন্স জিও সংস্থা ফোর জি স্মার্টফোন ও ইন্টারনেট পরিষেবা চালু করেছেন।

সবাই যাতে সুযোগ নিতে পারে ইনস্টলমেন্টের ব্যবস্থা করেছেন মুকেশ আম্বানি। সেইপথেই এবার একেবারে শস্তায় ফাইভজি স্মার্টফোন বাজারে আনতে চলেছেন তিনি। সূত্রের খবর, এ বছরের শেষে সংস্থার বার্ষিক সাধারণ সভায় শস্তায় ফাইভ জি স্মার্টফোন বাজারে আনার কথা ঘোষণা করা হতে পারে।

দেশের মধ্যে তারাই সব থেকে কম দামে স্মার্ট আনতে চলেছে বলে জানা গিয়েছে। তবে এখনও রিলায়েন্স শস্তায় ফোনের ব্যাপারে  আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে তার আগেই টুইটারে ফোনটি কেমন দেখতে হবে, তার ছবি শেয়ার করা হয়েছে। টুইটারে সম্ভাব্য নতুন ফোনের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে জিও ফোন ফাইভজি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ এসওসি পাওয়ারে চলবে। নতুন ফোনে থার্টি প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি টু এমপি সেকেন্ডারি সেন্সরও থাকবে। ভিডিও কল ও সেলফির জন্য এইটএমপি ক্যামেরা থাকার কথা জানানো হয়েছে। মোবাইলটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এইটিন ডবলিউ ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন ক্রেতারা। সত্যিমিথ্যে জানা গেলেও রিয়ালেন্সের শস্তায় ফাইভজি ফোন নিয়ে আগামী মাসগুলিতে আরও কিছু আপডেট পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Most Popular