মহানগর ডেস্ক :হরিণেরা ঘাস,গাছের পাতা খেয়েই বেঁচে থাকে। একেবারে শুরু থেকেই হরিণদের ঘাস, পাতা খেয়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু একটি ভাইরাল হওয়া ভিডিও এতদিনের সেই ধারণাকে একেবারে উল্টো করে দিয়েছে, যা দেখে হতভম্ব সবাই।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে একটি হরিণ খুব সহজে সাপকে চিবিয়ে চিবিয়ে মুখের ভেতর চালান করে দিচ্ছে (Deer Eats Snake)। অনলাইনে হরিণের সাপ চিবিয়ে খাওয়ার ভিডিওটি দেখার পর তার কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেউ। গাছ,ঘাস খেয়ে হরিণের বেঁচে থাকা ও তারা কোনওভাবেই মাংসাশী নয়, পৃথিবীর আদিকালের সেই ধারণা এই বিরল ভিডিও এক কথায় চুরমার করে দিয়েছে।
ভিডিওটি অনলাইনে পোস্ট হওয়ার পর থেকে ইন্টারনেটে চর্চা শুরু হয়েছে বিস্তর। সবাই চোখ ছানাবড়া করে দেখেছেন একটি হরিণ খাদ্য হিসেবে একটি সাপকে তারিয়ে তারিয়ে খাচ্ছে। ঘাস না খেয়ে দিব্যি সাপ গিলে খাওয়ার দৃশ্য দেখে এখন রীতিমতো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। বন্য প্রাণীদের ঘটনা সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি নিয়ে টুইট করে বেশ কিছু কথা জানিয়েছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা।
তিনি লিখেছেন প্রকৃতিকে ভালোভাবে বোঝার জন্য ক্যামেরা আমাদের সাহায্য করে থাকে। হ্যাঁ, কোনও কোনও সময় তৃণভোজী পশুরা সাপও খেয়ে থাকে। এই ঘটনাটি জানাচ্ছে হরিণেরা তৃণভোজী হলেও তারা পুরোপুরি ঘাস,পাতা খেয়ে বেঁচে থাকে না।
সুযোগ পেলে তারা মাংসও খায়। এর আগে অনেক বন্যপ্রাণীদের খোঁজখবর করা মানুষ ও মিডিয়া পোর্টাল হরিণের মাংস খাওয়াই শুধু নয়, মানুষের হাড়ও খাওয়ার খবর জানিয়েছেন। শীতকালে বিভিন্ন প্রজাতির হরিণ বাজপাখি, খরগোশ ও অন্যান্য মৃত প্রাণীদের মাংস খেয়ে থাকে। ২০১৭ সালে একটি হরিণকে মৃত মানুষের পাঁজরের হাড় চিবিয়ে খেতে দেখা গিয়েছিল।