HomeNationalসপ্তম সমনও এড়ালেন কেজরিওয়াল, এরপর কি পদক্ষেপ নিতে চলেছে ইডি

সপ্তম সমনও এড়ালেন কেজরিওয়াল, এরপর কি পদক্ষেপ নিতে চলেছে ইডি

- Advertisement -

 

 মহানগর ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় ক্রমেই চাপ বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। একের পর সমন জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । আর অন্যদিকে তলব এড়াচ্ছেন আপ সুপ্রিমো। আজ সপ্তমবারের জন ডেকে পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। তিনি এই সমনও এড়িয়েছে।

এই নিয়ে আবগারি দুনীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জারি করা সমস্ত সমন এড়ালেন কেজরিওয়াল। আপ বলেছে বিষয়টি আদালতে, মোদী সরকারের ‘এরকম চাপ তৈরি করা উচিত নয়’। বিষয়টি নিয়ে আরো বলা হয়েছে যে, , বিষয়টি “আদালতে বিচারাধীন” এবং আগামী ১৬ মার্চ শুনানি হবে।বারবার সমন পাঠানোর পরিবর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে দল। এই প্রঙে জানিয়ে রাখা ভাল কেজরিওয়াল ও আদালতের রায়ের জন্য অপেক্ষার কথা জানিয়েছে এবং সময় চেয়েছে হাজিরা দেওয়ার জন্য।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারী, দিল্লির একটি আদালত কেজরিওয়ালকে ১৬ মার্চ শারীরিকভাবে হাজির হওয়ার অনুমতি দেয় । আবগারি নীতির মামলায় পাঁচটি সমন এড়িয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাম্প্রতিক অভিযোগের পর কেজরিয়াল আদালতে যান এবং তারপরেই এই রায় দেয় দালোট। এবং তিনি হাউসে একটি আস্থা প্রস্তাবে কথাও জানান। বারবার এই তলব এড়ানোর পর ইডি কি ব্যবস্থা নেয় এটাই দেখার।

Most Popular