মহানগর ডেস্ক: গতকাল সন্ধ্যেয় চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান থ্রি। চাঁদের দক্ষিণ মেরুর ছোঁয়ার সঙ্গেসঙ্গে ইতিহাস গড়েছে ভারত। এমন অসামান্য সাফল্যে উচ্ছ্বসিত তামাম ভারতবাসী। আর ঠিক সেইসময়ে কলকাতায় চন্দ্রযান থ্রি চাঁদের নামার আগে বিষম এক কাণ্ড ঘটিয়ে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Faux Pas By Mamata Banerjee)।
মুখ ফসকে নভোচর রাকেশ শর্মার বদলে বলিউড অভিনেতা রাকেশ রোশনের নাম বলে ফেললেন, যা নিয়ে এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হল। মমতা বলেন, পশ্চিমবঙ্গের জনগণের তরফে তিনি ইসরোকে আগাম অভিনন্দন জানাচ্ছে। এ ব্যাপারে বিজ্ঞানীরা পুরো কৃতিত্ব পাওয়ার যোগ্য। সারাদেশও এই কৃতিত্বের অংশীহার হতে চলেছে।
সেইসময়ই মুখ ফসকে বলে ফেলেন রাকেশ রোশন যখন প্রথম চাঁদে নেমেছিলেন,তখন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন তিনি চাঁদের মাটি থেকে ভারতকে কেমন দেখতে লাগছে। ভারতীয় বিমানবাহিনীর চালক রাকেশ শর্মা ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি এলেভেনের অভিযানের অংশীদার হিসেবে মহাকাশ সফরে যান।
সেসময়ে লাইভ টেলিভিশন সম্প্রচারে রাকেশ শর্মা ইন্দিরা গান্ধীর সংবাদ সম্মেলনে মহাকাশ থেকে রাকেশ শর্মা প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তাঁর প্রশ্নের জবাব দেন। প্রয়াত প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন ওপর থেকে ভারতবর্ষকে কেমন দেখতে লাগছে। জবাবে রাকেশ শর্মা জানিয়েছিলেন, সার জাঁহাসে আচ্ছা।
মমতার ভুল বর্ণনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার মেমে ভাইরাল হয়। তবে শুধু মমতাই নন। এমন ভুল করেছেন রাজস্থানের একমন্ত্রীও। তিনি চালকহীন চান্দ্রায়ন থ্রি- “যাত্রী”দের অভিনন্দন জানান। সংবাদসংস্থাকে রাজস্থানের ক্রীড়ামন্ত্রী অশোক চন্দ্র জানান যদি আমরা সফল হই এবং নিরাপদে অবতরণ করি, আমরা যাত্রীদের সেলামা জানাবো। আমাদের দেশ বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় আরও ধাপ এগিয়ে যেতে সক্ষম হবে।