HomeNationalমর্মান্তিক, সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে মৃত ৫ শ্রমিক

মর্মান্তিক, সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে মৃত ৫ শ্রমিক

- Advertisement -

মহানগর ডেস্ক: সপ্তাহ শেষে মর্মান্তিক দুর্ঘটনা।  শনিবার ওড়িশার মালকানগিরি জেলায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে  ৫ জন শ্রমিক নিহত ও  ৭ জন আহত হয়েছে বলেই পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি ১২ জন শ্রমিক নিয়ে চিত্রকোন্ডা থেকে জোদাম্বা যাওয়ার পথে স্বাভিমান আঁচল এলাকার হানতালাগুদা ঘাটে দুর্ঘটনাটি ঘটে।   পুলিশ ও স্থানীয় লোকজন সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধার করে। আহত শ্রমিকদের জোদাম্বার নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।

ট্রাকের গতিবেগ কত ছিল সেটাও তদন্ত করে দেখা হবে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Most Popular