HomeNationalট্রেনে চাপা পড়ে মৃত প্রাক্তন RSS-এর মুখপত্রের সম্পাদক

ট্রেনে চাপা পড়ে মৃত প্রাক্তন RSS-এর মুখপত্রের সম্পাদক

- Advertisement -

মহানগর ডেস্ক: বেদনাদায়ক ঘটনা। ট্রেনে চাপা পড়ে মৃত্যু হল প্রাক্তন RSS-এর মুখপত্রের সম্পাদকের।  এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়  মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 RSS তামিল ম্যাগাজিন “বিজয়াবরাথম” এর প্রাক্তন সম্পাদক সুন্দরা জোঠির ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলেই বলেই জানিয়েছে বিজেপির  সংগঠনের পক্ষ থেকে সোমবার জানিয়েছে। জানা গিয়েছে ৬৮ বছর সুন্দরা জোঠির দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি কম ছিল। তিনি ১০  ডিসেম্বর সন্ধ্যায় চেটপেট রেলওয়ে স্টেশনের কাছে একটি এক্সপ্রেস ট্রেনের সামনে চলে আসেন। সেই ধাক্কাতেই মৃত্যু হয়েছে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, সুন্দরা জোঠিকে সঙ্ঘ কর্মীরা স্নেহের সাথে ‘জোঠি জি’ বলে সম্বোধন করতেন। তিনি, এক দশকেরও বেশি সময় ধরে তামিল ভাষায় প্রকাশিত আরএসএসের অফিসিয়াল অঙ্গ পরিচালনা করেছেন এবং প্রশাসনিক কার্যাবলীও সম্পাদন করেছেন।  চার দশকেরও বেশি সময় ধরে একজন ‘প্রচারক’ ছিলেন। তিনি সংগঠনের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। বন্ধুত্বপূর্ণ প্রকৃতির, তিনি স্পষ্টভাষী এবং তামিল এবং ইংরেজিতে পারদর্শী ছিলেন। মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সংঘ।

Most Popular