Home National রামমন্দির উদ্বোধনের মেগা অনুষ্ঠানে আমন্ত্রিত বিরোধী দলের এই সমস্ত নেতারা

রামমন্দির উদ্বোধনের মেগা অনুষ্ঠানে আমন্ত্রিত বিরোধী দলের এই সমস্ত নেতারা

by Shreya Maji
15 views

মহানগর ডেস্ক: আরও মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই উদ্বোধন হতে চলেছে বহু প্রতিক্ষিত রামমন্দির। সেজে উঠছে অযোধ্যা। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। সেই মেগা অনুষ্ঠানে বহু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন ৪০০০ সাধু। সূত্রের খবর রামমন্দিরের এই মেগা উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী সহ একাধিক বিরোধী দলের নেতাদের।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচডি দেবগৌড়াও শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট থেকে আমন্ত্রণ পেয়েছেন বলে জানা  গিয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী কংগ্রেসের সিনিয়র নেতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা কম। ট্রাস্টের একটি প্রতিনিধিদলের দ্বারা আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানো হতে পারে। আম আদমি পার্টির অরবিন্দ কেজিওয়াল, বিএসপি নেত্রী মায়াবতী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং সিপিআই-এর ডি রাজা সহ রাম মন্দির অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে বলেও খবর। কয়েকদিন আগে, মন্দির ট্রাস্ট বলেছিল যে বিজেপির প্রবীণ নেতা এল কে আদবানি এবং মুরলি মনোহর যোশী, যারা  ১৯৯০ এর দশকে রাম মন্দির আন্দোলনের অগ্রভাগে ছিলেন তাঁদের স্বাস্থ্য এবং বয়সের কারণে অনুষ্ঠানটি এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু পরেই বিশ্ব হিন্দু  পরিষদ জানিয়েছে তাঁদের দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও মন্দির ট্রাস্ট জানিয়েছে  সাধু, বিজ্ঞানী, সেনা কর্মকর্তা, পদ্ম পুরস্কারপ্রাপ্ত, শিল্পপতি, দালাই লামা এবং বিভিন্ন ক্ষেত্রের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা করবেন বলে আশা করা হচ্ছে। ১,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দিরে এটাই হতে চলেছে প্রথম বড় অনুষ্ঠান। নিরাপত্তার চাদরে মোড়ানো হচ্ছে রামজন্মভূমিকে। থাকছে সমস্ত রকমের ব্যবস্থা। আয়োজনের কোনও ত্রুটি রাখছে না ট্রাষ্ট। একটি হাসপাতালের  সঙ্গে একটি তাঁবুর শহর স্থাপন করা হয়েছে যেখানে সারা দেশ থেকে ১৫০ জন চিকিৎসক কাজ করবেন।  অনুষ্ঠানের আগে দেবতাকে স্নান করানো এবং অযোধ্যার প্রধান মন্দিরে শোভাযাত্রার মতো আচার অনুষ্ঠান হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved