মহানগর ডেস্ক: অপরাধ জগতের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে লরেন্স বিষ্ণোইয়ের নাম। সদ্য খুন হওয়া এনসিপি নেতা বাবা সিদ্দিকির ঘটনা যেন সেই অপরাধে নতুন মদদ জুগিয়েছে। দশমীর রাতের ঘটনার পর বাবা সিদ্দিকির মৃত্যুর পিছনে লরেন্স গ্যাংয়ের অবস্থান সুনিশ্চিত করেছে মুম্বই পুলিশ। যদিও একাধিক খুনের মামলায় বর্তমানে জেলে রয়েছেন লরেন্স। তবে রাজনৈতিক নেতা খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই আবহের মধ্যে কড়া বার্তা দিলেন বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনও তদন্তকারী সংস্থাই লরেন্সকে আগামী 1 বছরের মধ্যে কাস্টডিতে রেখে জেরা করতে পারবে না।
লরেন্স বিষ্ণোইকে বাঁচাচ্ছেন অমিত শাহ?
পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যা থেকে শুরু করে বলিউড স্টার সলমান খানকে প্রাণ নাশের হুমকি, সবেতেই নিজের ছাপ রেখেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এছাড়াও একাধিক খুন ও ভারতীয় সেলিব্রিটিদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে শিরোনামে রয়েছেন 31 বছর বয়সী এই তরুণ । যদিও সেই শিরনামে নতুন মাত্রা যোগ করেছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির খুনের ঘটনা। মুম্বই পুলিশ সূত্রে খবর, দশমীর রাতে মুম্বইয়ের রাস্তায় বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বিষ্ণোইয়ের গ্যাং। যদিও এই ঘটনার ছক কষা হয়েছিল অনেক আগেই। ফলত গোটা ঘটনা তদন্তের স্বার্থে লরেন্সকে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হচ্ছিল।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ল লড়িটি, ভিডিও দেখে মাথায় হাত নেটিজেনদের
এমন সময়ে হঠাৎই তরুণ গ্যাংস্টারের পাশে এক প্রকার ঢাল হয়ে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশ, লরেন্স বিষ্ণোইয়ের মতো একজন প্রভাবশালী গ্যাংস্টারকে আগামী 1 বছরের মধ্যে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না। যার অন্যতম কারণ হিসেবে তিনি বলেন, এই তরুণ গ্যাংস্টারের নামে অসংখ্য খুনের রেকর্ড রয়েছে। কাজেই জিজ্ঞাসাবাদে জন্য তাকে জেল থেকে বের করা হলে আইনি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ফলে, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আগামী 1 বছর পর্যন্ত কোনও তদন্তকারী সংস্থা লরেন্সকে জেরা করতে পারবে না। অন্যদিকে সিদ্দিকি খুনের ঘটনায় লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে সেই রাস্তায় আপাতত মত নেই কেন্দ্রীয় মন্ত্রীর। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন সিদ্ধান্তে খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর সাথে তার যোগ রয়েছে বলে দাবি করেছেন কানাডার আধিকারিকরা।