HomeNationalআট নৌঅফিসারের মৃত্যুদণ্ড খারিজের আবেদন গ্রহণ করল কাতারের আদালত

আট নৌঅফিসারের মৃত্যুদণ্ড খারিজের আবেদন গ্রহণ করল কাতারের আদালত

- Advertisement -

মহানগর ডেস্ক: শেষপর্যন্ত আট প্রাক্তন নৌ অফিসারের মৃত্যুদণ্ডের নির্দেশের বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করল কাতারের আদালত। গত মাসে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তাঁদের মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। সূত্রের খবর, আবেদন খতিয়ে দেখে শুনানির তারিখ ধার্য করা হবে।

প্রসঙ্গত, এর আগে ভারতের তরফে মৃত্যুদণ্ড খারিজের আবেদন নাকচ করে দিয়েছিল কাতারের আদালত। গত ২০২২ সালে ভারতের আটজন প্রাক্তন নৌ অফিসারকে গ্রেফতার করেছিল কাতারের পুলিশ। এই আটজন হলেন কমান্ডার পূর্ণেন্দু তেওয়ারি,কমান্ডার সুগুণাকর পাকালা,কমান্ডার অমিত নাগপাল,কমান্ডার সঞ্জীব গুপ্তা,ক্যাপ্টেন নবতেজ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার ভার্মা,ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ ও নাবিক রাগেশ গোপাকুমার। প্রত্যেক প্রাক্তন নৌ অফিসারদের চাকরিকালীন রেকর্ড পরিচ্ছন্ন। তাঁরা কুড়ি বছর ভারতীয় নৌবাহিনীতে চাকরি করেছেন। নৌবাহিনীর ইনস্ট্রাক্টর হিসেবে গুরত্বপূর্ণ পদে ছিলেন। মৃত্যুদণ্ডের নির্দেশের পর রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ভারত। তাঁদের মৃত্যুদণ্ড রদ করার জন্য উদ্যোগ নেওয়া হয়।

Most Popular