মহানগর ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১১ টা ৫০ মিনিটে পিএসএলভি-৫৭ রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল -১। ১৪৮০ কেজি ওজনের মহাকাশযানটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়েছে। পৃথিবীকে ২৩৫ কিমি X ১৯,৫০০ কিমি ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে আদিত্য এল-১।
সারা দেশে খুশির জোয়ার আদিত্য এল -১ নিয়ে। বিভিন্ন জায়গা থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আদিত্য-এল১-এর উৎক্ষেপণের মুহূর্ত দেখতে পাওয়া গিয়েছে। আদিত্য-এল-১ ভারত থেকে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান। ইসরো জানিয়েছে, প্রায় ১৫ লক্ষ কিলোমিটার পথ ভ্রমণ করে তবে গিয়ে নিজের গন্তব্যে পৌঁছবে এই মহাকাশযান। তাতে সময় লাগবে প্রায় ১২০ দিন। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্যই ইসরো আদিত্য-এল-১-কে মহাকাশে পাঠিয়েছে।
জানা গিয়েছে যে, সাতটি পে-লোড নিয়ে মহাকাশে পাড়ি দিল আদিত্য-এল-১। সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ বিভিন্ন ওয়েভব্য়ান্ড থেকে করবে আদিত্য। আদিত্য এল -১ কে ল্যাগরানজিয়ান পয়েন্ট ১-এ পৌঁছে দেবে লিকুইড অ্যাপোজি মোটর। প্রতিদিন ১৪৪০টি করে সূর্যের ছবি পাঠাবে আদিত্য এল-১। ভিইএলসি যে সাতটি পে-লোড থাকবে, তার মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড পর্যবেক্ষণ করবে বলে জানা গিয়েছে।