HomeNationalভারতের বাজারে লঞ্চ হয়ে গেল iPad Mini 7, দাম সাধ্যের মধ্যেই!

ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল iPad Mini 7, দাম সাধ্যের মধ্যেই!

- Advertisement -

মহানগর ডেস্ক: ভারতের বাজারে অবশেষে iPad mini 7 লঞ্চ করল Apple। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অক্টোবরেই। Apple তাদের আইপ্যাডের সর্বশেষ মিডেলটি A17 প্রো চিপসেটের সাথে এনেছে। ফলত টেক জায়ান্ট Apple-এর এই কমপ্যাক্ট ট্যাবলেটটি যে iphone গ্রাহকদের জন্য অত্যন্ত চিন্তাকর্ষক হবে তা বলাই যায়। এছাড়াও iphone 15 সিরিজের বেশকিছু বৈশিষ্ট্য থাকবে এই নয়া অবতারে। শোনা যাচ্ছে, দামের দিক থেকেও মধ্যবিত্তের পকেটের কথা চিন্তা করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

স্পেসিফিকেশন-

ডিসপ্লে

Apple তাদের নতুন iPad Mini 7 ট্যাবলেটটিতে 8.3 ইঞ্চির একটি Liquid Retina ডিসপ্লে দিয়েছে। যার রিফ্রেশ রেট থাকবে 60Hz এর কাছাকাছি। এছাড়াও 326 পিপিআই ও 500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে এই ট্যাবলেট। 

প্রেসসর 

প্রসেসরের কথা বলতে হলে, iPad Mini 7 ট্যাবলেটটি একটি A17 Pro চিপসেটের সাথে বাজারে লঞ্চ হয়েছে। যা GPU- র কর্মক্ষমতা 25 শতাংশ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি সামগ্রিকভাবে ডিভাইসটিকে 30 শতাংশ পর্যন্ত ফাস্ট করবে। 

ক্যামেরা 

ক্যামেরার প্রসঙ্গে আসলে, Apple তাদের iPad Mini ডিভাইসটিতে 12MP 5x ডিজিটাল জুম সহ একটি মেইন রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য 12MP আল্ট্রাওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। 

অন্যান্য বৈশিষ্ট্য

iPad mini 7 ট্যাবলেটটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলি হল, এই ট্যাবটিতে USB-C পোর্ট থাকছে যা প্রতি সেকেন্ডে 10GB পর্যন্ত উচ্চ-গতির ডেটা স্থানান্তর করতে সক্ষম। পাশাপশি থাকছে Bluetooth version 5.3, Apple Pencil Pro সাপোর্ট, পাওয়ার বাটনে Touch ID-র সুবিধা, eSIM কার্ড, 5G কারেক্টিভিটি, 20W ফাস্ট চার্জিং সাপোর্ট অ্যাডাপটার সহ একাধিক সুবিধা। 

আরও পড়ুন: চালক ছাড়াই ছুটছে গাড়ি! ভাইরাল ভিডিও

iPad mini 7-এর দাম

Apple আগেই জানিয়েছিল তারা তাদের iPad mini সিরিজের আপগ্রেড মডেলটির দাম মাঝারি রেঞ্জের মধ্যেই রাখবে। সেই কথা রেখেছে সংস্থা। ভারতের বাজারে iPad mini 7 Wi-Fi মডেলটির দাম শুরু হচ্ছে 49,900 টাকা থেকে। যদিও iPad mini 7 ট্যাবেলটির সেলুলার ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 64,900 টাকা। ইতিমধ্যেই স্মার্ট ট্যাবলেটটির প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। আগামী 23 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে বিক্রিও শুরু হয়ে যাবে।

Most Popular