বিক্রম ব্যানার্জী: iphone প্রেমীদের জন্য দুর্দান্ত খবর। সদ্য লঞ্চ হওয়া iPhone 16 স্মার্টফোনটি 10 হাজার টাকা ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে Zepto। হ্যাঁ, অবিশ্বাস্য এই ঘটনা এবার সত্যি করার পথে ভারতের এই Q-commerce সংস্থা। iphone তাদের 16 সিরিজ বাজারে আনতেই কার হাতে তা প্রথমে যাবে তা নিয়ে একপ্রকার হুড়োহুড়ি লেগে গিয়েছিল। তবে দামের কারণে অনেকেই নিজের সিদ্ধান্ত বদলেছেন। কিন্তু এবার ব্যাঙ্ক অফার ছাড়াই বিরাট ডিসকাউন্টে iphone 16 নিজের করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
iphone 16 স্পেসিফিকেশন
ডিসপ্লে: iphone তাদের 16 মডেলটিতে 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দিয়েছে, যা তার পূর্বসুরীদের মতোই ডায়নামিক আইল্যান্ড বৈশিষ্ট্যযুক্ত। iphone 16 স্মার্ট ফোনটির ডিসপ্লে, ব্যবহারকারীদের উচ্চ মানের অভিজ্ঞতা দেয়।
প্রসেসর: iphone 16 মডেলটিতে সংস্থা শক্তিশালী A18 চিপ যুক্ত 6 core হেক্সা প্রসেসর দিয়েছে। যা সুপারফাস্ট মাল্টিটাস্কিং ও উন্নত গেমিং সমর্থন করে। কাজেই গ্রাহকরা দারুণ অনুভূতি সঞ্চয় করবে একথা বলাই যায়।
ক্যামেরা: iphone 16 স্মার্টফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে 48MP+12MP ফিউশন ক্যামেরা ও আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। যা তীক্ষ্ম জুম ইন শট নিতে 2X টেলিফটো লেন্স যুক্ত। শক্তিশালী রিয়ার ক্যামেরা সেটআপ ছবি ক্যাপচার করার পাশাপাশি উন্নত ভিডিও সংগ্রহ করতেও এগিয়ে। এছাড়াও এই ফোনে সেলফির জন্য একটি 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা লো লাইটেও গ্রাহককে দুর্দান্ত ছবি ক্যাপচার করে দেয়।
অন্যান্য বৈশিষ্ট্য: iphone 16 স্মার্টফোনটি মূলত 128GB, 256GB ও 512GB ভেরিয়েন্টের সাথে আসে। এছাড়াও 5G হাইস্পিড নেটওয়ার্ক, ডুয়াল nano ও eSIM সহ iOS 18, USB Type C চার্জিং সমর্থন করে।
10 হাজার টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন iphone 16
অ্যামাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন ইকমার্স সাইটে iphone 16 ফোনটি 79,900 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও Apple এর অফিসিয়াল ওয়েবসাইটেও এই একই দাম প্রযোজ্য। যদিও ব্যাঙ্ক অফার থেকে শুরু করে এক্সচেঞ্জ অফার দিয়ে ফোনটি বেশ অনেকটা কমেই কিনে নেন গ্রাহকরা। তবে ভারতের অন্যতম Q-commerce সংস্থা Zepto কোনও রকম ব্যাঙ্ক অফার ছাড়াই 10 হাজার টাকা ডিসকাউন্টে এই ফোন বিক্রি করছে। অর্থাৎ 79,900 টাকা মূল্যের ফোন মাত্র 69,900 টাকায়। কাজেই এই অফার হাত ফসকে যাওয়ার আগেই iphone 16 স্মার্টফোনটি অর্ডার করে ফেলুন।
আরও পড়ুন: কাস্টমারদের জন্য রান্না করছে রোবট! দেখুন ভাইরাল সেই ভিডিও