HomeNationalMarriage in The Sky: আকাশে উড়তে উড়তে মালাবদল বর কনের, শুভদৃষ্টি!

Marriage in The Sky: আকাশে উড়তে উড়তে মালাবদল বর কনের, শুভদৃষ্টি!

- Advertisement -

মহানগর ডেস্ক: গল্পের মতো শোনালেও সত্যি! আকাশে উড়তে উড়তেই বরের গলায় মালা পরালেন কনে (Marriage In The Sky)! ভাবছেন এ আবার কোন রূপকথার গল্প  শোনানো হচ্ছে। কিন্তু না। এটা একেবারে সত্যি ঘটনা। এবং এমন চমকে দেওয়া বিয়ে হয়েছে এই ভারতবর্ষে। জায়গাটা ছত্তিশগড়ের দুর্গের ভিলাইয়ে। বর ও কনে মাটি থেকে সত্তর ফুট উঁচুতে পরস্পরের গলায় পরিয়েছেন মালা। যে অভিনব বিয়ের ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও দেখার পর এখানকার লোকের মুখে মুখে তা ছড়িয়ে পড়েছে। কিন্তু আকাশে ভাসতে ভাসতে বিয়েটা কী করে হলতা নিয়ে আপনারা নিশ্চয় ভাবছেন।

আসলে বিয়েটা হয়েছে এয়ার বেলুনে চেপে  । ঘটনাটি বেশ কয়েক মাস আগের। মাটি থেকে সত্তর ফুট ওড়ার পর মালাবদলশুভদৃষ্টি হয় বর ও কনের। কনের বাবা জানান তিনি চেয়েছিলেন তাঁর মেয়ের বিয়ে আর পাঁচটা বিয়ের মতো হবে না। একেবারে আলাদা রকমের বিয়ে হবে। সেজন্য তিনি রাজস্থান থেকে এয়ার বেলুন কিনে এনেছিলেন। ভিডিওয় দেখা গিয়েছে মাটি থেকে সত্তর ফুট উঁচুতে এয়ার বেলুনে চেপে মালাবদল করছেন বর ও কনে। বেলুনটি সাইজে বিশাল। তাই বিশাল মাঠও দরকার। এ কারণে সেক্টর সেভেনে দশেরা ময়দানে বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে বেলুনে চড়ে সত্তরফুট উঁচুতে বিয়ে সারা হয়। কনে প্রীতি বর রবির গলায় মালা পরান। বেলুনে গরম হাওয়া ভরার পর সাতজনের একটি দল দড়ির সাহায্যে সেটিকে ওঠানো-নামানো করান। বর,কনে এবং পাইলট ছিলেন বাকেটে। এই বিয়ে নিয়ে লোকজনের অবাক ভাব অনেকদিন ধরেই ছিল। কারণ এমন বিয়ে সত্যি বলতে কি, একেবারে ভাবনারই বাইরে ছিল।

Most Popular