Home National “এখন ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল তো বাকি”, শিলচরে বললেন মমতা

“এখন ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল তো বাকি”, শিলচরে বললেন মমতা

by Mahanagar Desk
16 views

মহানগর ডেস্ক: বুধবার অসমে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এই প্রচার আসলে ট্রায়াল। ফাইনাল খেলা এখনও বাকি আছে। শিলচরের জনসভা থেকে মমতা বলেন, ‘‘তৃণমূল এ বার অসমে চারটি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলা এখনও বাকি। আমি আবার আসব।’’

এভাবেই মমতা অসমে লোকসভা নির্বাচনের প্রচারে এসে আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন। শিলচর কেন্দ্রে তৃণমূলের টিকিটে এ বার ভোটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনে ভোট চাইতে অসমের চিলচরে এসেছিলেন মমতা। মমতা বলেন, ‘‘আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যান্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।’’

মমতা এদিন বলেন, “বাংলায় আমিই একা ৪২টি আসনে বিজেপির বিরুদ্ধে লড়ছি। কংগ্রেস, সিপিএম বাংলা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। ওদের ভোট দেবেন না। ইন্ডিয়া জোট বাংলায় হয়নি, দিল্লিতে ইন্ডিয়া জোট আমি ভোটের পর বুঝে নেবো।”

এদিন শিলচরের পাশাপাশি অসমের বাকি তিনটি আসনেও তৃণমূল প্রার্থীদের সমর্থনেও প্রচার করেছেন মমতা। অসমের বরপেটায় আবুল কালাম আজাদ, লখিমপুরে ঘনকান্ত চুতিয়া এবং কোকড়াঝাড়ে গৌরীশঙ্কর শরণিয়াকে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল।

মমতা এদিন বলেন, “সন্তোষ মোহন দেব ও মনোরঞ্জন পাত্র আমায় অসমে ডাকতেন, আমি তখন ছাত্র রাজনীতি করি। এই দু’জনের সাহায্যেই ত্রিপুরা থেকে বামেদের হঠিয়েছি। সন্তোষ মোহন দেব প্রয়াত হওয়ার পর অবস্থা বদলে গেছে।”

বাংলায় তৃণমূল সরকারের সাফল্য এবং বিভিন্ন প্রকল্পের কথা শিলচরের নির্বাচনী প্রচার মঞ্চে মমতা তুলে ধরেন। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধার কথা উঠে এসেছে তাঁর ভাষণে। মমতার দাবি, বিজেপির শাসনে এই সুযোগ-সুবিধা পাবেন না অসমের মানুষ। তা পেতে হলে ভোট দিতে হবে তৃণমূলে। শিলচরের মানুষের কাছে ভোট চাইতে এসে বাংলায় তাঁর সরকার কী কী করেছে সেই বিষয়টি তুলে ধরেন।

শিলচরে সিএএ এবং এনআরসি-র প্রসঙ্গ টেনে  মমতা বলেন, ‘‘এনআরসিতে এখানে যখন লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছিল, আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম। বিজেপির অত্যাচারের কাহিনি আমি জানি। দেশ জুড়ে অনেক আগুন ওরা জ্বালিয়েছে, তাণ্ডব চালিয়েছে। আমরা জিতলে এনআরসি হবে না, সিএএ হবে না, অভিন্ন দেওয়ানি বিধি হবে না। আমরা সে সব তুলে দেব। অসমে যাঁদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হয়ে আছে, আমি তাঁদের ভবিষ্যৎ গড়ে দেব।’’

অসমের চারটি কেন্দ্রে প্রার্থী দিলোও এর মধ্যে শিলচরকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তৃণমূল। অসম তৃণমূলের একাংশের মতে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের স্মৃতিকে সম্মান জানাতেই এই কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মমতা। এখন দেখার তৃণমূল শিলচরে বাজিমাগ করতে পারে কি না!

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved