Home National ভারতের কোন রাজ্য সব থেকে বেশি GI ট্যাগের অধিকারী জানেন?

ভারতের কোন রাজ্য সব থেকে বেশি GI ট্যাগের অধিকারী জানেন?

by Mahanagar Desk
30 views

মহানগর ডেস্কঃ ভারতের একাধিক রাজ্যের নানা পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন(GI)-এর অধিকারী।  উত্তরপ্রদেশের একটি-দুটি নয়, ছয়টি পণ্যকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এর ট্যাগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কাশীর বিখ্যাত ‘তিরাঙ্গি বরফি’। তিরঙা মিষ্টি   ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামের সময় বিক্রি হয়েছিল।জানেন কি কোন রাজ্য সবথেকে বেশি জিআই ট্যাগের অধিকারী?   না জানলে জেনে নিন।

জিআই রেজিস্ট্রি গতকাল অর্থাৎ মঙ্গলবার, বেনারস তিরঙ্গি বরফি এবং উত্তরপ্রদেশের আরও পাঁচটি পণ্যকে শংসাপত্র প্রদান করেছে। এই ছয়টি নতুন সংযোজনের মধ্যে, ভারতের উত্তরপ্রদেশ সর্বাধিক জিআই-ট্যাগযুক্ত পণ্য রাজ্য হিসাবে, তার অবস্থান ধরে রেখেছে।উত্তরপ্রদেশে শংসাপত্র প্রাপ্ত পণ্যগুলির মধ্যে রয়েছে বেনারস মেটাল কাস্টিং ক্রাফ্ট, লখিমপুর খেরি থারু এমব্রয়ডারি, বেরেলি বেত এবং বাঁশের কারুকাজ, বেরেলি জারদোজি ক্রাফট এবং পিলখুয়া হ্যান্ড ব্লক প্রিন্ট টেক্সটাইল। এদিকে তামিলনাড়ু ৫৮ টি জিআই পণ্য নিয়ে পিছনে রয়েছে। মঙ্গলবার পদ্মশ্রী রজনীকান্ত, জিআই বিশেষজ্ঞ বলেছেন, জিআই বারাণসী থেকে দুটি বিখ্যাত পণ্য, তিরাঙ্গি বরফি এবং মেটাল কাস্টিং ক্রাফট সার্টিফিকেশন মঞ্জুর করা হয়েছে। রজনীকান্ত হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং উত্তর-পূর্ব, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সহ ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১৪৮ জন প্রযোজকের জন্য জিআই ট্যাগ সুরক্ষিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রজনীকান্ত আরও জানান, “এই ছয়টি জিআই ট্যাগ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উত্তরপ্রদেশ, লখনউ অফিস দ্বারা সমর্থিত ছিল। এই কৃতিত্ব জিআই পণ্যগুলিতে শীর্ষস্থানীয় রাজ্য হিসাবে ইউপির অবস্থানকে মজবুত করে। ২০০৮-২০০৯ সালে, রাজ্যে শুধুমাত্র একটি জিআই পণ্য ছিল, ‘এলাহাবাদ সুরখা আমরুদ।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved