HomeNationalযোগী রাজ্যে মহিলাদের সঙ্গে গায়ে পড়ে কথা বলায় বয়স্ক মানুষকে মুখে কালি,গলায়...

যোগী রাজ্যে মহিলাদের সঙ্গে গায়ে পড়ে কথা বলায় বয়স্ক মানুষকে মুখে কালি,গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রামে,তারপর যা হল…

- Advertisement -

মহানগর ডেস্ক: বয়স্ক মানুষটির মুখে মাখানো কালি। গলায় জুতোর মালা। প্রকাশ্য দিবালোকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে কয়েকজন লোক। ভিডিওয় এমন দৃশ্য ঘিরে যোগীরাজ্যের সৌজন্যবোধ,শিষ্টাচার নিয়ে উঠেছে প্রশ্ন। এমনিতে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নের শেষ নেই বিজেপি শাসিত হিন্দিবলয়ের রাজ্য নিয়ে। এবার মানবিকতা নিয়েও প্রশ্ন তুলে দিল সিদ্ধার্থনগরের ঘটনাটি। মহম্মদ আলি নামে প্রবীণ মানুষটির অপরাধ তিনি মহিলাদের সঙ্গে গায়ে পড়ে কথা বলেছেন। আর তাতেই এমন শাস্তি জুটেছে তাঁর কপালে।

একদল লোক তাঁকে এমন শাস্তি দেওয়ার ঘটনা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। তাঁর এমন নজিরবিহীন হালের সাক্ষী গোটা গ্রাম। মুখে কালি,গলায় জুতোর মালা পরিয়ে তাঁকে ঘোরানো হয় গোটা গ্রামে। এতেই শেষ নয়, মাটিতে থুতু ফেলে তা চাটানোও হয় তাঁকে দিয়ে। ওঠবোসও করায় একদল লোক। সেই ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

শুক্রবার ঘটনাটি ঘটেছে সিদ্ধার্থনগর জেলার তিঘরা গ্রামে। মহব্বত আলির বিরুদ্ধে অভিযোগ তিনি গ্রামের মহিলাদের সঙ্গে যেচে পড়ে তাঁর সঙ্গে জোর করতেন। তাঁদের নিজের মোবাইল নম্বরও দিতেন। পোস্ট করা ভিডিওয় দেখা যায় মুখে কালি, গলায় জুতোর মালা পরা অবস্থায় তাঁকে ওঠবোস করানোর পর নিজের থুতু ফেলে তা আঙুলে নিয়ে তা চাটতে বাধ্য করা হচ্ছে। এরপর হেনস্থার শিকার মহব্বত আলি থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ওই চারজনকে শেষমেশ গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

Most Popular