Home National ৩০ হাজার কোটির বেশী টাকার প্রকল্প উদ্বোধনে আজ জম্মু-কাশ্মীর সফরে PM modi

৩০ হাজার কোটির বেশী টাকার প্রকল্প উদ্বোধনে আজ জম্মু-কাশ্মীর সফরে PM modi

by Shreya Maji
26 views

মহানগর ডেস্ক: আজ জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী  ভূস্বর্গে  ৩০,৫০০ কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে  শিক্ষা, রেলপথ, বিমান চলাচল এবং সড়ক পরিবহন সহ একাধিক ক্ষেত্র। লোকসভার আগে মোদীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

জানা গিয়েছে প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের প্রায় ১,৫০০টি নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিয়োগপত্রও বিতরণ করবেন এবং ‘বিকশিত ভারত, বিকশিত জম্মু’ কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বললেন বলেই জানানো হয়েছে   প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) এক বিবৃতিতে জানিয়েছে। মোদI যে রেল প্রকল্পগুলি উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে বানিহাল-খারি-সাম্বার-সাঙ্গলদান (৪৮ কিমি) এবং   বারামুল্লা-শ্রীনগর-বানিহাল-সাঙ্গলদান সেকশন (১৮৫.৬৬ কিমি) এর মধ্যে প্রথম বৈদ্যুতিক রেললাইন।  বিবৃতিতে বলা হয়েছে যে তিনি উপত্যকায় প্রথম বৈদ্যুতিক ট্রেন এবং সাঙ্গলদান ও বারামুল্লা স্টেশনের মধ্যে ট্রেন পরিষেবার সূচনা করবেন। ভারতের দীর্ঘতম পরিবহন টানেল T-50 (১২.৭৭ কিমি) খারি এবং সাম্বারের মধ্যবর্তী অংশে অবস্থিত। রেলওয়ে প্রকল্পগুলি সংযোগ উন্নত করবে, পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করবে এবং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে বাড়িয়ে তুলবে।

 জানিয়ে রাখা ভাল,  বানিহাল থেকে সাঙ্গলদান পর্যন্ত রেললাইন উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পেরই অংশ ।  সূত্রের খবর এদিন প্রধামন্ত্রী ভার্চুয়ালি USBRL প্রকল্পের অন্তর্গত বানিহাল-সাঙ্গলদান বৈদ্যুতিক ট্রেন যাত্রার সূচনা করতে পারেন বলে । এই সূচনা  যদি হয় তবে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেল সংযোগ অন্য এক দিগন্ত এনে দেবে।  এগুলি ছাড়াও প্রধানমন্ত্রী  জম্মু থেকে কাটরাগামী রাস্তা, শ্রীনগর রিং রোড, কুলগাম বাইপাস এবং পুলওয়ামা বাইপাসের উদ্বোধন করবেন । জম্মুর বিজয়পুরে  অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের উদ্বোধন করবেন নমো। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা’-এর অধীনে যার ভিত্তিপ্রস্তর তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে স্থাপন করেছিলেন।  ১,৬৬০ কোটি টাকারও বেশি ব্যয়ে প্রতিষ্ঠিত এবং২২৭ একরেরও বেশি এলাকায় বিস্তৃত এই হাসপাতালটি  ৭২০ শয্যা, ১২৫ আসন বিশিষ্ট একটি মেডিকেল কলেজ যা মধ্যে ৬০60 আসন বিশিষ্ট একটি নার্সিং কলেজ,  ৩০ শয্যা বিশিষ্ট একটি আয়ুশ ব্লক, আবাসিক আবাসন  রয়েছে।  ফ্যাকাল্টি এবং স্টাফ, UG এবং PG ছাত্রদের জন্য হোস্টেল থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুবিধার মধ্যে একটি শপিং কমপ্লেক্স থাকছে।

You may also like