HomeNationalআপনাকে জঙ্গি ঘোষণা করতে এক সেকেন্ডও লাগবে না, থানায় বসে বয়স্ক শিক্ষককে...

আপনাকে জঙ্গি ঘোষণা করতে এক সেকেন্ডও লাগবে না, থানায় বসে বয়স্ক শিক্ষককে হুমকি পুলিশের!

- Advertisement -

মহানগর ডেস্ক: ক্ষমতার দম্ভ। পুলিশের উর্দি পরে সেই ক্ষমতার দম্ভ (Power And High handness By Bihar Police) দেখালেন বিহারের এক পুলিশকর্মী। থানায় এক বয়স্ক
শিক্ষককে থানায় দাঁড়িয়ে হুমকি দিয়ে জানালেন তাঁকে জঙ্গি ঘোষণা করতে তাঁর এক সেকেন্ডও লাগবে না (To Declare Terrorist)। হুমকির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বিহার প্রশাসনে (Bihar)। শিক্ষক তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে পাটনা থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে জামুই থানায় এসেছিলেন একটি বিতর্কের নিষ্পত্তি করতে। সেখানেই থানায় দাঁড়িয়ে রাজেশ সরণ নামে ওই পুলিশ কর্মী প্রকাশ্যে ওই শিক্ষককে জঙ্গি ঘোষণার হুমকি দেন। ঘটনাটি বেশ কয়েক আগের বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

 জানা গিয়েছে ওই শিক্ষক একটি ঝামেলা মেটাতে তিন দিন দেরি করায় তাঁকে নাম ধরে ডাকতে শুরু করেন। শিক্ষক দেরির কারণ তাঁকে বোঝানোর চেষ্টা করলে ওই পুলিশ কর্মী মেজাজ হারান। তিনি হুমকির সুরে বলেন, পুলিশের কাজ হচ্ছে মানুষকে জঙ্গি ঘোষণা করা। আপনাকে এক সেকেন্ডের মধ্যে জঙ্গি ঘোষণা করা হবে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায় ওই পুলিশ কর্মী আসন থেকে উঠে শিক্ষককে হুমকি দিচ্ছেন। আশপাশে বেশ কয়েকজন থাকলেও কেউ কোনও কথা বলেননি। সবাই চুপ করেছিলেন। ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে জামুই থানা। ঘটনাটি ঘিরে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। কীভাবে একজন পুলিশ কর্মী একজন শিক্ষককে এ ধরণের হুমকি দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

Most Popular