মহানগর ডেস্ক: বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর থেকে লরেন্স বিষ্ণোইকে নিয়ে জল গড়িয়েছে অনেকটাই। যদিও একের পর এক খুন, বলিউড স্টার সলমান খান থেকে শুরু করে একাধিক সেলেবকে প্রাণ নাশের হুমকি সবেতেই লরেন্সের হাত রয়েছে বলেই খবর। এরই মধ্যে জেলবন্দি তরুণ গ্যাংস্টারকে বাঁচানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযোগও উঠেছে। এবার সেই অভিযোগে নতুন পালক যোগ করল পাঞ্জাব পুলিশের সুপারিশ। সম্প্রতি রাজস্থানের জেল থেকে দেওয়া লরেন্স বিষ্ণোইয়ের টিভি সাক্ষাৎকার প্রসঙ্গে করা এফআইআর বাতিলের সুপারিশ করল পাঞ্জাব পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রীর পর লরেন্স বিষ্ণোইয়ের পাশে পাঞ্জাব পুলিশ!
মোহালি আদালতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাক্ষাৎকারে চাঁদাবাজি ও অপরাধমূলক বক্তব্য প্রকাশ নিয়ে মামলা করা হয়েছিল আগেই। সেই মামলার তদন্ত চালিয়ে আদালতে প্রতিবেদন পেশ করে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশের স্পেশাল ডিজিপি প্রবোধ কুমার এবং ডিআইজি নীলাম্বরী বিজয় জগদালের নেতৃত্বে তদন্তকারী দল যে রিপোর্ট পেশ করেছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে, তরুণ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই যে সাক্ষাৎকার দিয়েছিলেন তাতে অপরাধমূলক ভীতি প্রদর্শন হয়েছে ঠিকই কিন্তু এই অপরাধ অজ্ঞানতভাবে করা হয়েছে। পাঞ্জাব পুলিশের এহেন মন্তব্যে গ্যাংস্টারকে আড়াল করার অভিযোগ উঠছে। এছাড়াও সদ্য বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে লরেন্স বিষ্ণোইকে হেফাজতে নিয়ে জেরা করা ঠিক হবে না। কারণ প্রসঙ্গে তিনি আইনি বিশৃঙ্খলার কথা উল্লেখ করেন। কাজেই স্বরাষ্ট্রমন্ত্রীর পর পাঞ্জাব পুলিশের এমন আচরণ মোটেই ভাল চোখে দেখছে না সমাজের একটা বড় অংশ।
আরও পড়ুন: সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নামল ফাইটার জেট
উল্লেখ্য, 2023 সালের মার্চ মাসে জেলে বসে পরপর দুটি সাক্ষাৎকার দিয়েছিলেন 31 বছর বয়সী গ্যাংস্টার বিষ্ণোই। এরপরই তা সম্প্রচারিত হয়েছিল টিভি চ্যানেল গুলিতে। অভিযোগ ওঠে, লরেন্স তার সাক্ষাৎকারে একাধিক অপরাধমূলক মন্তব্য করেছেন। ফলত হস্তক্ষেপ করতেই হয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে। এরপরই আদালতের নির্দেশে ওই সাক্ষাৎকার প্রসঙ্গে লরেন্সের বিরুদ্ধে দুটি এফ আই আর রুজু হয়। লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে বেশ কয়েকজন পুলিশ কর্তার যোগ রয়েছে বলেও দাবি করে সিট (SIT)। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়। দীর্ঘ সময় পর লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার সিদ্ধান্তে পাঞ্জাব পুলিশের রিপোর্ট গোটা ঘটনায় নতুন মোড় এনে দিয়েছে।