HomeNationalশীঘ্রই বাজারে আসছে Realme GT 7 Pro স্মার্টফোন, কেনার আগে দেখে নিন

শীঘ্রই বাজারে আসছে Realme GT 7 Pro স্মার্টফোন, কেনার আগে দেখে নিন

- Advertisement -

মহানগর ডেস্ক: ভারতে স্মার্টফোনের বাজারে বিগত বেশ কয়েক বছর ধরে দাপটের সাথে ব্যবসা করছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Realme। দেশে এই সংস্থার ফোনের চাহিদা নেহাত কম নয়। নতুন নতুন ফিচারওয়ালা স্মার্ট ফোন কম দামে বাজারে এনে অন্যান্য স্মার্টফোন সংস্থাগুলিকে টেক্কা দেয় Relame। শোনা যাচ্ছে, এই সংস্থা তাদের GT সিরিজের 7 pro মডেলটি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। সম্প্রতি X হ্যান্ডেলে ফোনটির অফিসিয়াল টিজার লঞ্চ করেছে কোম্পানি। 

Relame GT 7 Pro-এর সম্ভাব্য ফিচার্স

বুধবার লঞ্চ হওয়া Relame GT 7 Pro স্মার্টফোনটির অফিসিয়াল টিজার থেকে জানা গিয়েছে, Snapdragon 8 Gen 4 SoC প্রসেসরের সাথে আসতে পারে এই ফোন। একই সঙ্গে স্মার্টফোনটির অন্যতম আকর্ষণীয় বিষয় হতে পারে এর ব্যাটারি। কারণ Relame তাদের এই আসন্ন অবতারে 6,500mAh সিলিকন ব্যাটারি রাখবে। যা 120W ফাস্ট চার্জিং সমর্থন করে। এখানেই শেষ নয় লিক থেকে জানা গেছে, Relame GT 7 Pro ফোনটি GT 5 Pro- এর আপগ্রেড ভার্সন হিসেবে আসতে পারে।

কবে লঞ্চ হবে এই ফোন?

চিনের মোবাইল ফোন নির্মাতা Realme তাদের একটি পোস্টে GT 7 Pro মডেলটি চলতি মাসেই চিনে লঞ্চ করার প্রতিশ্রুতি দিয়েছে। কাজেই Realme প্রেমীদের বহু অপেক্ষার অবসান ঘটবে শীঘ্রই। তবে অক্টোবরের ঠিক কত তারিখে এই ফোন লঞ্চ করবে সংস্থা, তা স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে একথা প্রায় নিশ্চিত, চিনে লঞ্চ হওয়ার পর Realme GT 7 Pro স্মার্টফোন ভারতীয়দের হাতে আসতে আসতে মোটামুটি কিছুটা সময় নেবে। 

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার লরেন্স বিষ্ণোইয়ের পাশে দাঁড়াল পাঞ্জাব পুলিশ! করা হল FIR বাতিলের সুপারিশ

উল্লেখ্য, Weibo পোষ্টের মাধ্যমে Realme-এর ভাইস প্রেসিডেন্ট চেজ জু জানিয়েছেন, Realme GT 7 Pro স্মার্টফোনটি ডুয়াল-ইঞ্জিন ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে। আর এই ফ্ল্যাগশিপ মডেলের জন্য থাকবে Snapdragon এর টপ ফ্ল্যাগশিপ চিপসেট 8 Gen 4 SoC বা Snapdragon 8 Elite চিপ। যা স্মার্টফোনের পারফর্ম্যান্সকে নতুন মাত্রা প্রদান করবে।

Most Popular