HomeNationalগান্ধী পরিবাররে উপস্থিতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেভান্থ রেড্ডি

গান্ধী পরিবাররে উপস্থিতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেভান্থ রেড্ডি

- Advertisement -

মহানগর ডেস্ক: তেলেঙ্গানায়  ভারত রাষ্ট্র সমিতির (BRS) হাত থেকে কংগ্রেস ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। আজ ছিল শপথগ্রহনের অনুষ্ঠান। গান্ধী পরিবাররে সদস্যদের উপস্থিতিতে কংগ্রেসের প্রধান অনুমুলা রেভান্থ রেড্ডি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন।

তেলেঙ্গানা কংগ্রেসের প্রধান যিনি ৩০ নভেম্বরের বিধানসভা নির্বাচনে দলের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি আজ রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন৷   রেভান্থ রেড্ডি প্রায়  ১ লক্ষ জনতার সামনে হায়দরাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজনের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন।  মিস্টার রেড্ডি ছাড়াও তাঁর মন্ত্রিসভার ১১ জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছে মাল্লু ভাট্টি ভিকারমার্কা, যিনি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রিসভায় যোগদানকারী অন্য আটজন হলেন শ্রীধর বাবু, পোনম প্রভাকর, কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি, দামোদর রাজনারসিমহা, পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, দানা অনসূয়া, তুম্মলা নাগেশ্বর রাও, কোন্ডা সুরেখা এবং জুপল্লী কৃষ্ণ রাও।

এই শপথগ্রহণের অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন গান্ধী পরিবারের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ  কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার উপস্থিত ছিলেন। রেভান্থ রেড্ডিকে তেলেঙ্গানার  নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Most Popular