বিক্রম ব্যানার্জী: আগেই লঞ্চ হয়েছিল ফ্রান্সে, তার কয়েক সপ্তাহের মধ্যেই শুক্রবার ভারতের বাজারে লঞ্চ করল Samsung Galaxy A16 5G স্মার্টফোন। বহু অপেক্ষার অবসান! অবশেষে ভারতীয় গ্রাহকদের ইচ্ছে পূরণের পাশাপাশি Galaxy A16 5G ফোনটিতে 6 বছরের সফ্টওয়্যার আপডেট এবং আরও 6 বছরের সিকিউরিটি আপডেট সুনিশ্চিত করেছে Samsung। 6.7-ইঞ্চির বিরাট ডিসপ্লের সাথে দুর্দান্ত সব ফিচারে ঠাসা এই ফোন ক্রেতাদের একেবারেই নিরাশ করবে না বলেই দাবি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটির।
Samsung Galaxy A16 5G-র স্পেসিফিকেশন
ডিসপ্লে: Samsung তাদের Galaxy A16 5G ফোনটিতে 6.7-ইঞ্চির ফুল-HD+ AMOLED ডিসপ্লে দিয়েছে। যার রিফ্রেশ রেট 90Hz এর কাছাকাছি।
প্রসেসর: Samsung কিন্তু এবারে তাদের Galaxy A16 5G স্মার্টফোনটির প্রসেসরের দিকে বিশেষ নজর দিয়েছে। MediaTek Dimensity 6300 প্রসেসর থাকছে এই ফোনে।
ক্যামেরা: Samsung যেহেতু 20 হাজারের রেঞ্জে তাদের এই ফোন লঞ্চ করেছে সেক্ষেত্রে ক্যামেরার দিক থেকে একটি 50MP মেইন ক্যামেরা, 5MP আল্ট্রা ওয়াইড সেন্সর ও 2MP ম্যাক্রো লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। অন্যদিকে সেফলির জন্য রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা।
স্টোরেজ: SamsungGalaxy A16 5G স্মার্টফোনটি মূলত 8GB RAM ও 128GB/256GB স্টোরেজের সাথে বাজারে এসেছে। তবে প্রয়োজনে অনবোর্ড স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন গ্রাহকরা।
অন্যান্য বৈশিষ্ট্য: Galaxy A16 5G পূর্ববর্তী মডেলগুলির 8.4mm পুরুত্বের তুলনায় 7.9mm মতো পুরু। এছাড়াও নক্স ভল্ট নিরাপত্তা, জল থেকে রক্ষা করতে IP54 এর প্রটেকশন, UI 6.0 বেসড Android 14, USB Type-C, ডুয়াল সিম, 5G নেটওয়ার্ক সহ 5,000mAh এর বড় ব্যাটারি থাকছে এই ফোনে যা 25W ফাস্ট চার্জিং সমর্থন করে।
Samsung Galaxy A16 5G-র দাম
ভারতের বাজারে মূলত দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Samsung Galaxy A16 5G স্মার্টফোনটি। যার 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টি 18,999 টাকায় এবং 8GB RAM + 256GB ভেরিয়েন্ট 20,999 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষত ব্লু ব্ল্যাক, গোল্ড এবং লাইট গ্রীন কলারে পাওয়া যাবে এই ফোন।
আরও পড়ুন: জেলে বসেই এতগুলো খুনের ব্লুপ্রিন্ট, কে এই লরেন্স বিষ্ণোই?