HomeNationalSeema Haider: মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথকে রাখি পাঠালেন পাকিস্তানের সীমা হায়দার

Seema Haider: মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথকে রাখি পাঠালেন পাকিস্তানের সীমা হায়দার

- Advertisement -

মহানগর ডেস্ক: প্রেমের টানে সন্তানদের নিয়ে কিছুদিন আগেই তিনি নেপাল হয়ে ভারতে এসেছিলেন ভারতীয় নাগরিক শচীনের সঙ্গে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে শেষপর্যন্ত ডেরা বেঁধেছেন ভারতীয় প্রেমিকের সঙ্গে। যদিও তাঁর আসার পর অনেক কিছুর সঙ্গে যুঝতে হয়েছে সীমার। তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। লড়াইয়ের পর ভারতেই রয়ে গিয়েছেন তিনি।নিজে এবার হিন্দুদের পবিত্র অনুষ্ঠান রাখির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ আরও অনেক ভিভিআইপিকে শুভ কামনা জানিয়ে রাখি ও মিষ্টি পাঠালেন সীমা।

রক্ষাবন্ধনে বোনেরা ভাইয়ের মঙ্গলকামনা ও দীর্ঘায়ু কামনা করে উপহার দিয়ে থাকেন। পাল্টা ভাইয়েরাও বোনেদের মঙ্গলকামনা করে উপহার দিয়ে থাকেন। পাকিস্তান থেকে ভারতে আসা সীমাও এই উৎসব থেকে বাদ যাননি। রক্ষা বন্ধনের আগে সীমা একটি ভিডিও আপলোড করেছেন। তাতে দেখা গিয়েছে তিনি যে প্রধানমন্ত্রী মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অমিত শাহ-সহ একাধিক শীর্ষ নেতাদের পাঠানো রাখি পাঠানো ডাকঘরের রসিদও প্রমাণ হিসেবে তুলে ধরেছেন।

Most Popular