HomeNationalবিয়েবাড়ি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে মৃত...

বিয়েবাড়ি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে মৃত এক শিশু সহ ৮

- Advertisement -

মহানগর ডেস্ক: শীত বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। ঘন কুয়াশার বলি হচ্ছে বহু মানুষ। শনিবার  গভীর রাতে হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে  আগুন লেগে এক শিশু সহ ৮ যাত্রী দগ্ধ হয়েছেন। সকলের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের বেরিলিতে দুর্ঘটনাটি ঘটেছে। লক করা গাড়িটিতে ৭ জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুকে ছিল। দুর্ঘটনাস্থলের ফুটেজে দেখা গিয়েছে জ্বলন্ত গাড়িটিকে নৈনিতাল হাইওয়েতে ট্রাকের পাশে  ছিল। দুর্ঘটনার পর গাড়ির দরজা সম্ভবত জ্যাম হয়ে গিয়েছিল এবং খোলেনি। তাতেই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  বেরেলির সিনিয়র সুপারিনটেনডেন্ট সুশীল চন্দ্র ভান ধুলে বলেন, গাড়িটি বিপরীত লেনে ঢুকে একটি ট্রাককে ধাক্কা দেয়।

কর্মকর্তা বলেছেন, “ভোজিপুরার কাছে হাইওয়েতে গাড়িটি একটি ট্রাকের সঙ্গে  সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং টেনে নিয়ে যায়, যার কারণে গাড়িতে আগুন ধরে যায়।  গাড়িটি সেন্ট্রাল লক করা ছিল, তাই আগুনের কারণে ভিতরে থাকা লোকেরা প্রাণ হারিয়েছেন।” যাত্রীরা একটি বিয়েবাড়িতে যোগ দিতে যাচ্ছিলেন।  মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Most Popular