HomeNationalদিল্লিতে দৃশ্যমানতা প্রায় শূন্য, অসময়ে নামছে অন্ধকার!  দেরিতে চলছে ট্রেন বিমান

দিল্লিতে দৃশ্যমানতা প্রায় শূন্য, অসময়ে নামছে অন্ধকার!  দেরিতে চলছে ট্রেন বিমান

- Advertisement -

মহানগর ডেস্ক: চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রাজধানীতে ভোর হলেও ফুটল না আলো। ঘন কুয়াশায় মোড়া দিল্লিতে প্রায় শূন্য দৃশ্যমানতা। তাপমাত্রার পারদ নেমেছে হু হু করে। দিল্লিবাসীর যবুথবু অবস্থা বুধের সকালে।দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। কর্মব্যস্ত দিনে সপ্তাহের মাঝে, বিপাকে পড়েছেন মানুষ সকালে রাস্তায় বেরিয়ে। অপরদিকে,ট্রেন চালাতে সমস্যায় পড়েছেন চালকরা দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায়। ফলে দেরিতে চলছে দিল্লি স্টেশন দিয়ে যাতায়াত করা ২৫টি ট্রেন।

এই তালিকায় রয়েছে কোন কোন ট্রেন?

জিটি এক্সপ্রেস (৩ ঘণ্টা ৫৩ মিনিট দেরিতে চলেছ)

গোরাধাম এক্সপ্রেস (৩ ঘণ্টা ৪৯ মিনিট দেরিতে চলছে)

মহাবোধি এক্সপ্রেস (৫ ঘণ্টা দেরিতে চলছে)

পুরুষোত্তম এক্সপ্রেস (৪ ঘণ্টা ৫৪ মিনিট দেরিতে চলছে)

উত্তর সম্পর্কক্রান্তি (২ ঘণ্টা ১৩ মিনিট দেরিতে চলছে)

রাজধানী এক্সপ্রেস (২ ঘণ্টা ৪৩ মিনিট দেরিতে চলছে)

পাশাপাশি, উড়ান পরিষেবাও ব্যাহত হয়েছে ঘন কুয়াশার জেরে।দিল্লির পালাম বিমানবন্দরে এদিন সকাল ৭টা নাগাদ দৃশ্যমানতা ছিল মোটে ৫০ মিটার। সময়ের চেয়ে দেরিতে একাধিক বিমান ছাড়ায়, যাত্রীদের পৌঁছতে দেরি হচ্ছে গন্তব্যে।অপরদিকে,রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ফগ লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Most Popular