HomeNationalমহিলা কুস্তিগির, বিলকিস বানোর কি হল? সন্দেশখালির মহিলাদের নিয়ে মোদীর মন্তব্যের পাল্টা...

মহিলা কুস্তিগির, বিলকিস বানোর কি হল? সন্দেশখালির মহিলাদের নিয়ে মোদীর মন্তব্যের পাল্টা জবাব চাইল তৃণমূল

- Advertisement -

মহানগর ডেস্ক: বারাসতের সভা থেকে বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় মেয়েরা একেবারেই সুরক্ষিত নয়  বলেই দাবি  করেছেন  তিনি। শাসক দলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন,  “এখান তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না। “মা-বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সন্দেশখালিতে যা যা হয়েছে, তাতে যে কারোর মাথা লজ্জায় ডুবে যাবে। কিন্তু এখানকার তৃণমূলের সরকারের আপনার দুঃখে কিছু যায় আসে না। ”  মোদীর এই মন্তব্যের পরেই সরব হল তৃণমূল। মহিলা কুস্তিগিরদের উপর যৌন নির্যাতন, বিলকিস বানোর প্রসঙ্গ টেনেই প্রধান মন্ত্রীর কাছ থেকে একাধিক প্রশ্নের জবাব চাইলেন তৃণমূল নেতা এবং দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

ডেরেক দাবি করেছেন যে প্রতি ঘন্টায় দেশে মহিলাদের বিরুদ্ধে ৫১ টি অপরাধের মামলা নথিভুক্ত করা হচ্ছে এবং এর পরেই তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন,  তিনি  এই পরিস্থিতির উন্নতির জন্য কী করেছেন।  আজ বারাসাতে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী বলেছিলেন যে “সন্দেশখালির ঝড়” পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলে পৌঁছে যাবে এবং জোর দিয়ে বলেছেন যে ‘নারী শক্তি’   রাজ্যে শাসক তৃণমূলকে ধ্বংস করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  সেই  বক্তব্যের পরেই ডেরেক  বলেছেন, ” আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তির উপর বক্তৃতা দিয়েছেন। আপনার কাছে তিনটি প্রশ্ন, স্যার – কেন প্রতি ঘন্টায়  ৫১ জন  নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটে? কেন বিজেপি  লোকসভায় ১৯৫টি আসনের মশ্যে মাত্র ১৩ সতাংশ মহলাকে প্রার্থী করেছে।”

Most Popular