HomeNationalXi Jinping: নয়াদিল্লিতে G-20 সম্মেলন এড়িয়ে যেতে পারেন চিনা প্রেসিডেন্ট

Xi Jinping: নয়াদিল্লিতে G-20 সম্মেলন এড়িয়ে যেতে পারেন চিনা প্রেসিডেন্ট

কয়েকদিন আগেই ব্রিকস সম্মেলনের বৈঠক বসেছিল দক্ষিণ আফ্রিকাতে। সেখানে একই মঞ্চে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট  শি জিনপিংকে(xi jinping)।

- Advertisement -

মহানগর ডেস্ক: চলতি  বছরে নিয়াদিল্লিতে হবে জি-২০ সম্মেলন (G-20 Summit)। বৈঠকের দায়িত্ব এবারে রয়েছে ভারতের উপর। নয়াদিল্লিতে  ৯-১০ সেপ্টেম্বরের বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব মানের নেতারা। তবে এই বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন না রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদ্মির পুতিন। তবে শুধু পুতিন নয় ভারতে জি-২০ সম্মেলনে উপস্থিত নাও থাকতে পারেন চিনের প্রেসিডেন্ট  শি জিনপিং(xi jinping)। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত ও চিনের  সূত্র  এমনটাই তথ্য  জানিয়েছে।

দুই ভারতীয় কর্মকর্তা, একজন চিনের  কূটনীতিক এবং অন্য একটি G20 দেশের সরকারের জন্য কর্মরত একজন কর্মকর্তা জানিয়েছেন  চিনের প্রেসিডেন্ট  শি জিনপিং-এর বদলে চিনা প্রিমিয়ার লি কিয়াং নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বরের বৈঠকে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। যদিওে ভারত ও চিনা বিদেশমন্ত্রকের এর জবাব দেননি। জানিয়ে রাখা ভাল, ভারতে শীর্ষ সম্মেলনটিকে এমন একটি স্থান হিসাবে দেখা হয়েছিল যেখানে  শি জিংপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের  সঙ্গে দেখা করতে পারেন, যিনি তার উপস্থিতি নিশ্চিত করেছেন, কারণ দুই ক্ষমতাশীল দেশ  বিভিন্ন বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সম্পর্ক স্থিতিশীল করতে চায়।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ব্রিকস সম্মেলনের বৈঠক বসেছিল দক্ষিণ আফ্রিকাতে। সেখানে একই মঞ্চে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট  শি জিনপিংকে(xi jinping)। তাঁদের হাত মেলাতে এবং একে অপরের সঙ্গে কথা বলেও দেখা যায়। জিনপিং যদি ভারতে আসতেন তাহলে ২০২০ সালের লাদাখের ঘটনার পর এটাই হত তাঁর প্রথম ভারত সফর। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত চিনের মধ্যে দ্বন্দ্ব এখনও অব্যহতই রয়েছে।

Most Popular