HomeKolkataঅধিবেশনের মাঝেই আচমকা অসুস্থ আইনমন্ত্রী মলয় ঘটক, ভর্তি হাসপাতালে 

অধিবেশনের মাঝেই আচমকা অসুস্থ আইনমন্ত্রী মলয় ঘটক, ভর্তি হাসপাতালে 

- Advertisement -

মহানগর ডেস্ক: বিধানসভায় বাদল অধিবেশনের মধ্যে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নিজেই কর্মীদের ডেকে বলেন, ‘শরীর খারাপ লাগছে।’ বিধানসভায় চিকিৎসকরা প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন। কোনও রকম ঝুঁকি না নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিম্ন রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক।

জানা গিয়েছে যে, মলয় ঘটকের অসুস্থতার খবর পাওয়া মাত্রই তাঁর কক্ষে ছুটে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। খবর দেওয়া হয় বিধানসভার চিকিৎসকদেরও। তাঁরা প্রাথমিক ভাবে মন্ত্রীকে দেখে জানান যে, রক্তচাপ কমে গিয়েছে মন্ত্রীর। আরও জানা গিয়েছে যে, গায়ে জ্বর নিয়েই মঙ্গলবার বিধানসভার অধিবেশনে হাজির হয়েছিলেন মলয় ঘটক।

আরও পড়ুন: Ex Facebook Employee OnSocial Media: ঘৃণা বিদ্বেষ, স্বচ্ছতার অভাবে আগামী কুড়ি বছরে প্রাণ যাবে লক্ষ লক্ষ মানুষের, সোশ্যাল মিডিয়া নিয়ে বিস্ফোরক ফেসবুকের প্রাক্তন কর্মী!

বিধানসভার চিকিৎসকেরাই এদিন পরামর্শ দেন, মন্ত্রী মলয় ঘটককে হাসপাতালে ভর্তি করানোর জন্য। ঠিক তার পরমুহূর্তেই হুইলচেয়ারে বসিয়ে বিধানসভার থেকে বের করে আনা হয় আইনমন্ত্রীকে। তার পর তাঁর নিজের গাড়িতে করেই হাসপাতালে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীকে। সেখানে চিকিৎসকেরা তাঁকে দেখছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু পরীক্ষাও করানো হবে মন্ত্রীর।

একাধারে আইন ও শ্রম মন্ত্রী হলেন মলয় ঘটক। খনি এলাকা আসানসোলের বিধায়ক তিনি। কয়লা দুর্নীতি মামলায় মন্ত্রী মলয় ঘটককে একাধিকবার তলব করেছে ইডি। কয়লা পাচারকাণ্ডে তাঁর কাছ থেকে তথ্য জানতেই তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। একাধিকবার মন্ত্রীকে ডাকা হয়েছে। কিন্তু কখনও শারীরিক অসুস্থতা, কখনও ব্যক্তিগত কাজে ব্যস্ততা, কখনও আবার পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ততার কারণ দর্শিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তারই মধ্যে অসুস্থ হলেন মন্ত্রী মলয় ঘটক।

 

Most Popular