HomeKolkataপুরুষত্বের প্রমাণ দিতে হয়েছিল স্বপ্নদ্বীপকে, অভিযুক্তদের জেরায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য 

পুরুষত্বের প্রমাণ দিতে হয়েছিল স্বপ্নদ্বীপকে, অভিযুক্তদের জেরায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য 

- Advertisement -

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। সেই তদন্তেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গিয়েছে, ওই দিন রাতে সিনিয়র সহ নানা ছাত্র-ছাত্রীরা স্বপ্নদ্বীপকে সমকামী বলে উপহাস করছিল।যখন প্রথম বর্ষের ওই ছাত্র দাবি করে যে সে সমকামী নয়, তখন তাকে বাধ্য করা হয় পুরুষত্বের প্রমাণ দেওয়ার। এরপর তাকে নগ্ন করে তাকে দোতালার বারান্দায় প্যারেডও করানো হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Treatment Fraud In Delhi: চিকিৎসার নামে জোর করে সরঞ্জাম কেনায় চাপ, অ্যাপয়েন্টমেন্ট পেতে ঘুস, দিল্লির সফদরজং হাসপাতাল থেকে গ্রেফতার চিকিৎসক!

অভিযুক্তরা প্রত্যেকেই দাবি করেছেন ,প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ তাদের সামনেই বারান্দা থেকে লাফ দিয়েছিল। ব়্যাগিংয়ের অভিযোগ সত্য বলেই দাবি করেছেন পুলিশ কমিশন। সেই কারণে ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অফ র‌্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যাক্ট ২০০০-এর ৪ নম্বর ধারা যুক্ত করার জন্য গতকাল আলিপুর আদালতে আবেদন জমা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: অপেক্ষার অবসান, যাদবপুর ক্যাম্পাসে বসছে সিসিটিভি, জানালেন অন্তর্বর্তী উপাচার্য 

সূত্রে খবর, পুলিশ কমিশনের আবেদন মঞ্জুর করে আদালতে ব়্যাগিং ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, যাদবপুর সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য হোস্টেলের রাঁধুনীকে জেরা করা হচ্ছে।এছাড়া তারা জানিয়েছেন, যাদবপুর কর্মকাণ্ডে গ্রেফতার হওয়া ১২ জন অভিযুক্তই ওইদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Most Popular