Home Lifestyle দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন! চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চোখ বুলিয়ে নিন

দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন! চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চোখ বুলিয়ে নিন

by Sushama
Published: Last Updated on 25 views
Thinking twice! Take a look before making a decision!

মহানগর ডেস্ক: সম্পর্কের(Relation)আধার হল ভালোবাসা। কিন্তু সম্পর্ককে স্থাপন করতে প্রয়োজন স্বীকৃতি। আর বিয়ে(Marriage)হল এমন বন্ধন,যা হাজার প্রতিকূলতার মাঝেও কোথাও যেন টানের সুতোটা অদৃশ্য হয়েও একই গোলকে আটকে রাখে পরস্পরকে। তখন চাইলেই ভালোবাসার গণ্ডি থেকে বেরিয়ে আসাটা কঠিন হয়ে দাঁড়ায়। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে দুটি মানুষের মনস্তাত্বিক দিকটিও নজর দেওয়া জরুরি। কারণ দুটি মনের ওপরই নির্ভর করে সুখী দাম্পত্যের গল্প। অনেকেই দ্বিতীয়বার বিয়ে করেন, তবে বিয়ের আগে মাথায় রাখুন বেশ কয়েকটি বিষয়।

বিয়ে নিয়ে কম বেশি সকলেরই আলাদা আলাদা পরিকল্পনা থাকে। কারণ জীবনযুদ্ধে লড়াই এর ময়দানে বিশ্বস্ত সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে টিকিয়ে রাখাটাই আসল চ্যালেঞ্জ। কথায় আছে দিল্লি কা লাড্ডু জো খায়া ও পস্তায়া জো নেহি খায়া ও ভি পস্তায়া। তাই ভয় পাবেন না। এদিকেশুরু বিয়ের মরশুম। সেলেব থেকে সাধারণ, বিগ ফ্যাট ওয়েডিং এখন নতুন ট্রেন্ড। তবে স্রোতে গা ভাসিয়ে জীবনের এই সিদ্ধান্তটা মোটেও নেবেন না। দ্বিতীয়বার যদি বিয়ে না করতে হয় তাই কয়েকটা বিষয় মাথায় রাখুন।

পথে ঝড়ঝাপটা আসবে। কিন্তু হাল ছাড়বেন না। এক্ষেত্রে মাথার থেকে মনকে বেশি কাজে লাগান। আবেগকে দূরে রেখে মুখোমুখি বসুন। কথা বলুন। একে অপরের কথা শুনুন। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের মনের গভীরতা মাপুন।

১.পজেটিভ কথা-বার্তা বলুন

দুটি মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক হওয়ার আগে তৈরি হয় বন্ধুত্ব। তাই এমন কিছু বলুন যাতে আপনার বাক্যচয়নে আপনার প্রিয় বন্ধুটির সারাদিনের ক্লান্তি কেটে যায়। সিনেমা,ভালো বই, অনুপ্রেরণামূলক জীবনী, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন। অন্যের ব্যক্তিগত জীবন,সোশ্যাল মিডিয়া সংক্রান্ত আলোচনা খুব একটা না করায় ভালো। খেয়াল রাখবেন।

২.সারাদিনের প্রাপ্তি

জীবনের প্রত্যেকটা দিন থেকে শিক্ষা নেওয়া খুব জরুরি। একটা গোটা দিনে আপনি কি কি শিখলেন জানান সঙ্গীকে, আপনিও তারটা শুনুন। দেখবেন আস্থা বাড়বে সঙ্গীর প্রতি। শান্তি পাবেন।

৩.একাকিত্বের স্বাদ নিন

দিন শেষে আমরা কিন্তু প্রত্যেকেই একা। এই সহজ সত্যি টা মেনে নিন। সোলো ট্রাভেল করুন, নিজেকে উপহার দিন, পছন্দের খাবার খান এভাবেই নিজেকে নিজের কাছে স্পেশাল ফিল করান। এই সম্পর্কের বেড়াজাল থেকে নিজেকে মাঝে মাঝে মুক্তি দিন। কারণ আপনার জীবনের সঠিক সিদ্ধান্তটা আপনিই নিতে পারেন। তাই নিজেকে নিজের জন্য ভালোবাসুন। দেখবেন আপনার সঙ্গীরও আস্থা বাড়বে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved