মহানগর ডেস্ক: রাজবংশীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে অস্ত্র করে বারবার আক্রমণ শানিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি সহ বিরোধী নেতৃত্ব।
রাজবংশীদের নিয়ে মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে। তিনি বলেন, “আমার একটা হাত যদি হয় হিন্দু, আর একটা হাত মুসলমান। আমার একটা চোখ যদি হয় পঞ্জাব, আর একটা চোখ খ্রিস্টান। আমার একটা পা যদি হয় আমার রাজবংশী, আর একটা পায়ে আমি চলি, তাঁদের দেখে নমস্কার করি, সেটা হচ্ছে মতুয়া। আমি পায়ে নমস্কার করে তবে বলি”। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে প্রসঙ্গে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও ছেড়ে কথা বলেননি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে সরব হন বিজেপি নেতারা।
আরও পড়ুন: ডিনারে চিকেন চাউমিন খেয়েই ছিপছিপে চেহারা
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। ওই বক্তব্যকে সমালোচনা করে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “রাজবংশী” শব্দের আক্ষরিক অর্থ হলো গিয়ে “রাজকীয় সম্প্রদায়” অথবা রাজার বংশধর। ব্যুৎপত্তিবিদদের বিশ্লেষণ অনুযায়ী কোচ রাজবংশের উত্তরাধিকারিদের একটি ধারা রাজবংশী জনজাতিগোষ্ঠীর সূচনা করেছিলেন। রাজবংশীদের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় তাঁদের নিজের পায়ের সাথে তুলনা করে দিলেন। করতে পারলেন এমন?”
মতুয়াদের নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন মমতা, এই অভিযোগ তুলে বুধবার দুপুরে ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি তথা বিধায়ক সুব্রত ঠাকুরের কথায়, “এর আগেও তিনি আমাদের ঠাকুর সম্পর্কে বিকৃত মন্তব্য করেছেন। সমাজের পিছিয়ে রাখা মানুষগুলোকে নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করে যাচ্ছেন এটা রাজ্যের প্রশাসনিক প্রধানের শোভা পায় না। আমরা রাজবংশীদের সঙ্গে যৌথভাবে প্রতিবাদ করব।”