মহানগর ডেস্ক: এমনিতেই সন্দেশখালি নিয়ে গরম বঙ্গের আবহাওয়া। তারই মধ্যে তৃণমূল নেতা জটিল মন্ডলের মন্তব্য ঘিরে চারিদিকে বিতর্কের ঝড় বইছে । লোকসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে জনসভা থেকে হুমকি দিলেন জটিল মণ্ডল। তিনি হুমকির সুরে বলেছেন, তৃণমূল সরকারের সঙ্গে বেইমানি করলে অর্থাৎ ভোট অন্য কোথাও দিলে হাত কেটে নেওয়া হবে। প্রকাশ্যে এই মন্তব্যের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৫টার সময়, বীরভূমের ময়ুরেশ্বরে। লোকসভা নির্বাচনকে লক্ষ্য করেই, ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুণ্ডা অঞ্চলে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে এক বৈঠক করা হয়েছিল, সেই বৈঠক থেকেই এমন কুৎসিত মন্তব্য করলেন তৃণমূলের বলিষ্ঠ নেতা জটিল মণ্ডল। ময়ূরেশ্বর ২নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এই জটিল মণ্ডল, তিনি এই বৈঠক থেকে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করেন। সেই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। জটিল মন্ডল জনসমক্ষে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী তোর বাবার বন্ধু নয়, ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। চারখানা জায়গা আমাদের। তুই কোনও জায়গায় কোনও ঢোল পাততে পারবি না।”
শুধু তাই নয়, তিনি আরও বলেন যে, ‘থানা-পুলিস-কোর্ট একেবারে হাড়গোড় ছাড়িয়ে দেব। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে।’ অপরদিকে, তৃণমূল নেতার ওই হুমকির পাল্টা হুমকি দিয়ে বিজেপির রাজ্য নেতা সম্পাদক শ্যামাপদ মণ্ডল জবাব দেন, ‘উনি যদি কারওর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে’। শ্যামাপদ আরও বলেন যে তিনি এই বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হবেন ।