Home Sports News AFC Cup: দেশি-বিদেশি মিলিয়ে কেমন একাদশ নামাবেন বাগান কোচ জুয়ান ফেরান্ডো

AFC Cup: দেশি-বিদেশি মিলিয়ে কেমন একাদশ নামাবেন বাগান কোচ জুয়ান ফেরান্ডো

by Ritika Chakraborty
2 views

 

 

 

স্পোর্টস ডেস্ক: ডুরান্ড কাপের ডার্বি ঘিরে সমর্থক তথা ফুটবল মহলের আশা ছিল মোহনবাগানই জিতবে। সেই আশায় জল ঢেলে ইস্টবেঙ্গল ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে মোহনবাগানকে। যদিও ডার্বি হার এখন অতীত। ১৬ আগস্ট, বুধবার এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন বিগ্রেড। প্রতিপক্ষ নেপালের মাছিন্দ্রা এফসি। তার আগে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন জুয়ান ফেরান্ডো। সেই সাংবাদিক সম্মেলনেও উঠে এল ডার্বি নিয়ে একাধিক প্রশ্ন।

 

সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো জানিয়ে দিলেন, ডার্বি নিয়ে আর ভাবছেন না। বরং ডার্বির ভুল শুধরেই মাছিন্দ্রা এফসির বিরুদ্ধে নামবে তার দল। তিনি বলেন, “আমাদের জন্য আগামী ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচটি খুব সহজ হবে না। গত ম্যাচের ফলাফল পরিবর্তন করতে পারব না। এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। যে কোনও আন্তর্জাতিক ম্যাচই কখনও সহজ হয় না। মাছিন্দ্রা খুবই ভালো দল।”

তিনি আরও যোগ করেন, ” এএফসি কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করা সব সময়ই আমাদের লক্ষ্য। মাছিন্দ্রাকে হালকা ভাবে নিচ্ছি না। বিদেশির পাশাপাশি দেশি ফুটবলারা ভালো খেললে তাদের উপরই ভরসা করব। যদি কিয়ান দিমিত্রির থেকে ভালো খেলেন তাহলে আমি তাকেই খেলাব। তাই দু’দিন অনুশীলনের পর আমি সেরা ১১ কেই নামাবো।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved