মহানগর স্পোর্টস ডেস্ক: বুধবারের সকালটা যেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্যই। একদিকে বলিভিয়াকে 6-0 ব্যবধানে হারিয়ে আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য নিজেদের অবস্থান মজবুত করেছে মেসির দল। অন্যদিকে বুধের সকালেই বিশ্বকাপের বাছাই পর্বে যুক্ত হতে মরিয়া হয়ে ওঠা ব্রাজিলের ছেলেরা বলে বলে 4 গোল খাইয়েছে পেরুকে। যদিও এই জয় নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল রাফিনহারা। কাজেই সেই বিশ্বাসে জল ঢালতে পারেনি পেরু। ম্যাচ শেষে ফলাফল ব্রাজিল 4, পেরু শুধুই শূন্য।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ব্রাজিলের লড়াকুড়া তৈরি হচ্ছিল পেরুর ছেলেদের বিরুদ্ধে। ম্যাচ শুরু হতেই নিজেদের ক্ষমতা দেখাতে শুরু করে ব্রাজিলিয়ানরা। এদিকে রক্ষণভাগ সামলে ক্রমশ কোনঠাসা হয়ে উঠছিল পেরু। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে ম্যাচ গড়াচ্ছিল ব্রাজিলের দিকেই। প্রথমার্ধে পেনাল্টি পেয়ে গোল করেন উইঙ্গার রাফিনহা। একই ঘটনার পুনরাবৃত্তি হয় দ্বিতীয়ার্ধেও। এদিন ভাগ্য যেন চমকাচ্ছিল রাফিনহার। 54 মিনিটের মাথায় আবারও পেনাল্টি থেকে গোল করেন উইঙ্গার রাফিনহা।
আরও পড়ুন: বলিভিয়াকে 6 গোলের মালা পড়ালো আর্জেন্টিনা, হ্যাটট্রিক লিওনেল মেসির
তরুণ ফুটবলারের গোলে আত্মবিশ্বাস বাড়ে অন্যান্যদের। এরপরই শুরু হয় জোর টক্কর। পেরুর ছেলেরা প্রথমার্ধে খাপছাড়া ছন্দে থাকলেও বাকি 45 মিনিটে এক চুল জায়গাও ছাড়ছিল না। তবে কঠিন পরিস্থিতি সামলে ব্রাজিলের হয়ে 3 নম্বর গোলটি করে বসেন আন্দ্রেয়াস পেরেইরা। ম্যাচ দেখে মনে হচ্ছিল চেনা ছন্দে ফিরছে ব্রাজিল। এদিকে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠা পেরু বিশ্ব চ্যাম্পিয়ন দলটির বিরুদ্ধে এক ফোঁটাও জায়গা করে উঠতে পারছিল না। তবে পেরুর এই দুঃসময়ে 74 মিনিটের মাথায় শেষ গোল করেন হেনরিক। সেই সঙ্গে ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও পয়েন্ট টেবিলে 16 পয়েন্ট নিয়েও উরুগুয়ের পিছনেই রয়েছে তারা।